পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৮ অধ্যায় ।] মথিলিখিত সুসমাচার। G: ১৮ অধ্যায় । ১ নমু হওনের ও বিস্তু জন্মানের উপদেশ ১৫ এবং দোম্বি ভুতির প্রতি আচরণের বিষয় ২১ এবং ক্ষমা করণের সংখ্য নির্ণয় ২৩ ও ক্ষম। করণের দৃষ্টান্ত । ১ সেই সময়ে শিষ্যেরা যীশুর নিকটে আসিয়া জিজ্ঞাসা ২ করিল, স্বৰ্গরাজ্যের মধ্যে শ্রেষ্ঠ কে ? তাহতে যীশু এক ক্ষুদ্র বালককে আপনার নিকটে ডাকিয় তাহদের মধ্যে ৩ রাখিয়া কহিলেন, আমি তোমাদিগকে যথার্থ কহিতেছি, তোমরা মনের পরিবর্তন করিয়া ক্ষুদ্র বালকদের সদৃশ না ৪ হইলে স্বৰ্গরাজ্যে প্রবেশ করিতে পারিব না । যে কেহ এই ক্ষুদ্র বালকের সদৃশ আপনাকে নয় করে, সেই স্বর্গ৫ রাজ্যে শ্রেষ্ঠ । আর যে কেহ আমার নামেতে ইহার মত কোন বালককে অতিথি করে, সে আমাকেই অতিথি ৬ করে । কিন্তু কেহ যদি অামাতে বিশ্বাসকারী এই ক্ষুদ্র প্রাণিদের মধ্যে এক জনেরও বিঘ্ন জন্মায়, তবে গলদেশে যাতাবদ্ধ হইয়া সমুদ্রের অগাধ জলে মগ্ন হওয়া বরঞ্চ ৭ তাহার ভাল । বিয়ুপ্রযুক্ত জগতের সন্তাপ হইবে ; বিস্তু অবশ্যই জমিবে ; কিন্তু যে মনুষ্যদ্বারা বিঘ্ন জমিবে, তাহ৮ রই সন্তাপ হইবে । অতএব তোমার হস্ত কিম্ব চরণ যদি তোমার বিসু জন্মায়, তবে তাহ ছেদন করিয়া ফেলিয়া দেও ; দুই হন্ত দুই চরণ বিশিষ্ট হইয় অনন্ত । অগ্নিতে নিক্ষিপ্ত হওন অপেক্ষ বরঞ্চ খঞ্জ কিয়া নুল হইয়। ৯ জীবনে প্রবেশ করা ভাল । আর তোমার চক্ষুও যদি তোমার বিসু জন্মায়, তবে তাহ উৎপাটন করিয়া দুরে ফেলিয়া দেও ; দুই চক্ষুবিশিষ্ট হইয়। নরকাগ্নিতে নিক্ষিপ্ত হওন অপেক্ষ বরঞ্চ একচক্ষু হইয়। জীবনে প্রবেশ কর। ১ ও তোমার ভাল । অতএব সাবধান, এই ক্ষুদ্র প্রাণিদের 57