পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ অধ্যায় ।] থিষলনীকীয় মণ্ডলীর প্রতি প্রথম পত্র । ৬৬১ আশঙ্কাতে ধৈৰ্য্যাবলম্বন করিতে না পারিয়া তোমা৬ দের বিশ্বাস জানিতে তাহণকে পাঠাইলাম । এখন ঐ তীমথিয় তোমাদের নিকটহইতে প্রত্যাগমন করিয়া তোমাদের বিশ্বাস ও প্রেমের কথা, এবং আমরা যেমন তোমাদের দর্শনকাজক্ষী, তোমরাও আমাদের সহিত সাক্ষাৎ করিতে তদ্রুপ আকাঙ্ক্ষী হইয়া সতত আমাদিগকে স্মরণ করিতেছ, এই সকল শুভ সমাচার ৭ দিল । হে ভ্রাতৃগণ, তোমাদের সেই বিশ্বাসদ্বারা আমরা সকল দুঃখে ও ক্লেশে তোমাদের জন্যে সান্থ৮ নাযুক্ত হইলাম । কেননা তোমরা প্রভুর আশ্রয়ে ৯ সুস্থির থাকিলে এখন আমরা বাচি । আমরা ঈশ্বরের সাক্ষাতে তোমাদের বিষয়ে নানা প্রকার আনন্দে আনন্দযুক্ত হইতেছি, তন্নিমিত্তে তোমাদের জন্যে ঈশ্বরের নিকটে উপযুক্ত ধন্যবাদ কিৰূপে ক১• রিতে পারিব ? তোমাদের বিশ্বাসের যে জুটি আছে, তাহী 贊河 করণার্থে তোমাদের সহিত সাক্ষাৎ করিতে আমরা দিবারাত্রি অতিশয় প্রার্থনা করিতেছি । ১১ আমাদের পিতা ঈশ্বর ও আমাদের প্রভূ যীশু খ্ৰীষ্ট তোমাদের নিকটে আমাদের গমন পথ সুগম ১২ করুন। এবং যে সময়ে আমাদের প্রভূ যীশু খ্ৰীষ্ট তাবৎ পবিত্র লোকের সহিত আগমন করিবেন, তৎকাল পর্য্যন্ত আমাদের পিতা ঈশ্বরের সাক্ষাতে পবিত্ৰতাতে তোমাদের মনকে যেন নির্দোষৰূপে স্থির ক১৩ রেন, এই জন্যে তোমাদের প্রতি আমাদের যেৰূপ প্রেম আছে, প্ৰভু তোমাদের পরস্পর ও সকলের প্রতি তাদৃক প্রেমের উত্তর২ বৃদ্ধি করুন । 661