পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬৬২ থিষলনীকীয় মণ্ডলীর প্রতি প্রথম পত্র । [৪ অধ্যায়। ৪ অধ্যায় । ১ অডিাপালন প্রযুক্ত তাহাঁদের প্রশংসা ৩ ও অশুচি হওনে নিষেধ ৯ ও পরস্পর প্রেমী ও কর্মশীল হওনের আজ্ঞ ১৩ ও মৃত্ত লোকদের জন্যে অত্যন্ত শোক করণে নিষেধ ও শেষদিনের ঘটনার নিরূপণ । হে ভ্রাতৃগণ, অবশেষে আমি প্রভূ যীশুর দ্বারা বিনয় পূর্বক তোমাদিগকে এই উপদেশ দিতেছি, কি প্রকারে আচরণ করিয়া ঈশ্বরকে সন্তুষ্ট করিতে হয়, তদ্বিষয়ে যে কথা তোমরা আমাদের নিকটে শিখিয়াছ, তদনুসারে করিতে আরও অতিশয় যত্নবান হও । কেননা প্রভূ যীশুর দ্বারা তোমাদিগকে কি প্রকার আজ্ঞা দিয়াছি, তাহা তোমরা জ্ঞাত আছ ৷ তোমরা যে ব্যভিচার পরিত্যাগ কর, এবং প্রত্যেক জন পবিত্রতা ও সম্মানদ্বারা অপেন ২ শরীরকে রক্ষা কর, এবং ঈশ্বরানভিজ্ঞ ভিন্নদেশীয়দের ন্যায় ইন্দ্রিয়ের বশীভূত না হও, এবং কামুক হইয়৷ কোন মতে আপনাদের ভ্রাতার প্রতি অন্যায় না কর, তোমাদের এই মত পবিত্র হওয়া ঈশ্বরের অভিমত ; আমরা পূর্বে তোমাদিগকে যে প্রকার কহিয়া সাক্ষ্য দিয়াছিলাম, তদনুসারে প্রভু ঐ সকল দুষ্কৰ্ম্মের প্রতিফল দিবেন । যেহেতুক ঈশ্বর অশুচি ক্রিয়া করিতে আমাদিগকে আহবান না করিয়া সৎক্রিয়া করিতেই আহবান করিয়াছেন । অতএব যে কেহ আমাদিগকে অবজ্ঞা করে, সে কেবল মনুষ্যকে অবজ্ঞা না করিয়া, যিনি আপন পবিত্র আত্মা আমাদিগকে দিয়াছেন, সেই ঈশ্বরকে অবজ্ঞা করে । ভ্রাতৃসহ প্রেমবিষয়ে তোমাদিগকে আমার লিখ 662

సి