পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪ অধ্যায় ।] থিষলনীকীয় মণ্ডলীর প্রতি প্রথম পত্র । ৬৬৩ নাধিক ; তোমরা পরস্পর প্রেম করিতে ঈশ্বরকতৃক ১০ শিক্ষিত আছে, এবং তাবৎ মাকিদনিয়া দেশীয় ভ্রাতৃগণের প্রতিও তাছা করিতেছ ; তথাপি তোমাদিগকে বিনয় করিয়া বলি, হে ভ্রাতৃগণ, তোমরা আরও ১১ প্রেমবৃদ্ধি কর । এবং মণ্ডলীভিন্ন লোকদের প্রতিও তোমাদের আচরণ যেন সরল হয়, ও তোমাদের কোন অপ্রতুল না থাকে, এই নিমিত্তে আমরা যে১২ ৰূপ আজ্ঞা দিয়াছি, তক্রপে নিৰ্ব্বিরোধ থাকিতে যত্নবান হইয় আপন ২ বিষয়ে মনোযোগ করিয়া আপন ২ হস্তে কাৰ্য্য সাধন কর । ১৩ হে ভাতৃগণ, অন্য সকল লোক প্রত্যাশাহীন হওয়াতে যেমন শোকাকুল হয়, তোমরা যেন তন্দ্রপ শোকাকুল না হও, এই জন্যে মহানিদ্রিত লোকদের বিষয়ে তোমরা যে অজ্ঞাত থাক, ইহা আমার ইচ্ছ। ১৪ নয় । যীশু প্রাণত্যাগ করিয়া পুনৰ্ব্বার কবরহইতে উঠিলেন, এই কথা যদি আমাদের বিশ্বসনীয় হয়, তবে যীশুর আশ্রিত মহানিদ্রিত লোকদিগকেও ঈশ্বর ১৫ অবশ্য র্তাহার সহিত অনিয়ন করিবেন । অতএব প্রভুর বাক্যদ্বারা তোমাদিগকে এ কথা কহিতেছি, প্রভুর আগমন সময়ে অবশিষ্ট জীবৎ লোকের খ্ৰীস্টাশিত মহানিদ্রিত লোকদের অগ্রগামী হইবে না । ১৬ কেননা জয়ই কার ধৃনি ও প্রধান স্বর্গদূতের উচ্চৈঃশব্দ ও ঈশ্বরের ভূরীবাদ্যের সহিত প্রভু আপনি স্বৰ্গহইতে নামিলে প্রথমে খ্ৰীষ্টাত্রিত মহানিদ্রিত লোক১৭ দের উত্থান হইবে ; পরে অবশিষ্ট জীবৎ লোকের। তাহাদের সহিত মেঘাৰ হুইয়। আকাশে প্রভুর স হিত সাক্ষাৎ করিতে হৃত হইবে ; তাহাতে আমরা 663