৬৬৬ থিষলনীকীয় মণ্ডলীর প্রতি দ্বিতীয় পত্র । [১ অধ্যায়। যিনি তোমাদিগকে আহবান করিয়াছেন, তিনি বি- ২৪ শ্বস্ত হইয় তাহ করবেন । হে ভ্রাতৃগণ, আমাদের ২৫ নিমিত্তে প্রার্থনা কর । পবিত্র চুম্বনেতে ভ্রাতৃগণকে ২৬ নমস্কার কর । তোমরা এই পত্র তাবৎ পবিত্র ভ্রা- ২৭ তাকে পাঠ করাইব, প্রভুর নামে তোমাদিগকে এই দিব্য দিতেছি । আমাদের প্রভূ যীশু খ্রীষ্টের অনু- ২৮ গ্রহ তোমাদের প্রতি হউক । ইতি । থিষলনীকীয় মণ্ডলীর প্রতি পেল প্রেরিতের দ্বিতীয় পত্র । ১ অধ্যায় । ১ মঙ্গলাচরণ ৩ ও ধর্মাচরণ ও দুঃখ সহ্য করণের নিমিত্তে তাহাদের প্রশংসা ও সান্থনা করণ ও তাহাদের নিমিত্তে প্রার্থনা করণ। পোল ও সীল ও তীমথিয় নামে তিন জন অণমা- ১ দের পিতা ঈশ্বরের ও প্রভূ যীশু খ্রষ্টের আশ্রিত থিষলনীকীয় মণ্ডলীর প্রতি পত্র লিখিতেছে । অাম- ২ দের পিতা ঈশ্বর ও প্রভূ যীশু খ্ৰীষ্ট তোমাদিগকে অনুগ্রহ ও শান্তি প্রদান করুন । হে ভ্রাতৃগণ, তোমাদের বিশ্বাস উত্তর ২ বাড়িতেছে, ৩ ও প্রত্যেক জনের প্রতি পরস্পর তোমাদের প্রেমের বৃদ্ধি হইতেছে, তৎপ্রযুক্ত তোমাদের নিমিত্তে যথা বিহিত সৰ্ব্বদ ঈশ্বরের ধন্যবাদ করা আমাদের 666
পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬৭৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।