পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯ অধ্যায়।] থিষ লনীকীয় মণ্ডলীর প্রতি দ্বিতীয় পত্র। ৬৬৭ 8 (t > X কৰ্ত্তব্য । অণর তোমরা এ প্রকার ধৈর্য্যাবলম্বন ও বিশ্বাসপূর্বক নানা তাড়না ও দুঃখ সহ্য করিতেছ। ई হা জানিয়া আমরা ঈশ্বরের মণ্ডলীগণের মধ্যেও তোমাদের বিষয়ে শ্লাঘা করিতেছি । পরন্তু তাহা ঈশ্বরের যথার্থ বিচারের একটি প্রত্যক্ষ লক্ষণ, যেহেতুক তোমর ঈশ্বরের যে রাজ্যের নিমিত্তে এই দুঃখ ভোগ করিতেছ, তাহার যোগ্যপাত্র এইৰূপে হইবা । ফলতঃ আপনার পরাক্রমি দূতগণের সহিত স্বৰ্গহইতে প্ৰভু যীশুর প্রকাশিত হওন সময়ে তোমাদের ক্লেশদায়ক শতুদিগকে প্রতিফলৰূপ ক্লেশ দেওয়া, এবং ক্লিষ্ট যে তোমরা তোমাদিগকে অামাদের সহিত বিশ্রাম দেওয়া ঈশ্বরের দৃষ্টিতে নিতান্ত ন্যায়কৰ্ম্ম হইবে । তৎকালে (যীশু) ঈশ্বরানভিজ্ঞ লোকদিগকে ও অামাদের প্রভূ যীশু খ্রীষ্টের সুসমাচারের অনাক্তাবহ সকলকে জ্বলন্ত অগ্নিতে সমুচিত দণ্ড দিবেন, তাহাতে তাহার। প্রভূর সম্মুখহইতে ও র্তাহার তেজোময় পরাক্রমহইতে অনন্ত যন্ত্রণাৰূপ প্রতিফল পাইবে অণর সেই দিনে তিনি আপন পবিত্র লোকদের দ্বারা গেীরবান্বিত - হইতে, এবং ( তোমাদের ও অন্য) সকল বিশ্বাসকারি লোকদের দ্বারা মান্যমান হইতে অাগমন করিবেন । তোমরা আমাদের প্রমাণ বিশ্বাসকরি হইয়াছ, এই জন্যে আমরা তোমাদের নিমিত্তে সৰ্ব্বদা এই প্রার্থনা করিতেছি ; আমাদের ঈশ্বর তোমাদিগকে এই আহবানের যোগ্যপাত্র করুন, এবং আপন শক্তিদ্বারা তোমাদের মধ্যে (আপন) অনুগ্রহের তাবৎ সদভিপ্রায় ও বিশ্বাসের কৰ্ম্ম সিদ্ধ করুন । ১২ তাহা হইলে আমাদের ঈশ্বরের এবং প্রভূ যীশু খ্ৰী 667