পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

s অধ্যায় ] থিষলনীকীয় মণ্ডলীর প্রতি দ্বিতীয় পত্র। ৬৬৯ ৮ থাকিবে 1) পরে যে পাপপুরুষকে প্রভু আপন মুখের নিশ্বাসদ্বারা নষ্ট করিবেন, ও অাপন আগমনের তেজোদ্বারা সংহার করিবেন, সে প্রকাশিত হইবে । ৯ ভ্রান্তির তাবৎ পরাক্রম ও আশ্চৰ্য্য ক্রিয়া ও লক্ষণ ১• এবং অপরাধের সমুদয় কাপট্যেতে নাশপাত্রদের মধ্যে (প্রকাশিত) শয়তানের শক্ত্যনুসারে সেই পাপপুরুষের আগমন হইবে । তাহার নিজ পরিত্রাণের নিমিত্তে ১১ সত্যতার প্রেমেতে সন্মত হয় না, এই জন্যে ঈশ্বর তাহাদিগকে মিথ্যাকথাতে বিশ্বাস করাইতে ভ্রান্তি১২ জনক মায়া পাঠাইয়া দিবেন। তাহাতে যাহারা সত্য কথাতে বিশ্বাস না করিয়া অধৰ্ম্মেতে সন্তুষ্ট হয়, তাহারা সকলে দণ্ডের পাত্র হইবে । ১৩ হে প্রভুর প্রিয় ভ্রাতৃগণ, তোমাদের নিমিত্তে আমাদের সর্বদ ঈশ্বরের ধন্যবাদ করা কর্তব্য ; কেননা ঈশ্বর প্রথমাবধি আত্মার পবিত্রতাতে ও সত্য কথার বিশ্বাসেতে পরিত্রাণের জন্যে তোমাদিগকে ম১৪ নোনীত করিয়া, আমাদের প্রভূ যীশু খ্রীষ্টের ঐশ্বৰ্য্যেতে অধিকার প্রাপ্তির নিমিত্তে আমাদের প্রচারিত সুসমাচারদ্বারা তোমাদিগকে আহবান করিয়াছেন । ১৫ হে ভ্রাতৃগণ, তোমরা আমাদের কথা কিম্বা পত্রদ্বারা যে সমস্ত উপদেশ শিক্ষিত হইয়াছ, তাহাতে ১৬ মনোনিবিষ্ট হইয়। সুস্থির হও । আর আমাদের প্রভূ যীশু খ্ৰীষ্ট আপনি, এবং যিনি প্রেম করিয়া অণমাদিগকে নিত্যস্থায়ি সাস্তৃন ও অনুগ্রহুেতে উত্তম ১৭ প্রত্যাশা দেন, আমাদের সেই পিতা ঈশ্বর তোমাদের মনে সাম্ভুনা দিয়া প্রত্যেক সদ্বাক্যে ও সৎ কৰ্ম্মে তোমাদিগকে স্থির করুন । 669