পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Qbア মথিলিখিত সুসমাচার। [১৮ অধ্যায় মধ্যে এককেও তুচ্ছ জ্ঞান করিও না ; কেনন। আমি তোমাদিগকে যথার্থ কহিতেছি, স্বর্গে তাহদের দূতগণ আমার স্বৰ্গস্থ পিতার মুখ নিত্য দর্শন করে । এবং যাহা ১১ হারাণ হইয়াছিল, তাহ রক্ষা করিতে মনুষ্যপুত্ৰ আসিয়াছেন । তোমরা এ বিষয়ে বিবেচনা কর । কোন ব্যক্তির ১২ এক শত মেষ থাকিলে তাহার মধ্যে যদি একট। হারায়, তবে সে নিরানব্বইটা মেষ ছাড়িয়া পৰ্ব্বতে গিয়া সেই হারাণ মেষের অন্বেষণ কি করে না ? আর যদি ঘটনাক্রমে ১৩ তাহার উদ্দেশ পায়, তবে আমি তোমাদিগকে যথার্থ কহিতেছি, ঐ অবিপথগামি নিরানব্বই মেষের অপেক্ষ সেই এক মেষের নিমিত্তে অধিক আহলাদিত হয় । তদ্রুপ এই ১৪ ক্ষুদ্র প্রাণিদের মধ্যে যে একটিও নষ্ট হয়, তোমাদের স্বৰ্গস্থ পিতার এমন অভিমত নহে । আর যদি তোমার ভ্রাতা তোমার নিকটে কোন অপ- ১৫ রাধ করে, তবে গিয়া কেবল তোমরা দুই জন থাকিয়া তাহার দোষ তাহাকে জ্ঞাত কর ; তাহাতে সে যদি তোমার কথা শুনে, তবে তুমি আপন ভ্রাতাকে পাইল । কিন্তু যদি না শুনে, তবে আর এক বা দুই জনকে সঙ্গে ১৬ লইয়া যাও ; তাহাতে “ দুই কিম্বা তিন সাক্ষর প্রমাণ“ দ্বারা বিচার নিম্পন্ন হইবে।” কিন্তু সে যদি তাহদের ১৭ কথা অমান্য করে, তবে মণ্ডলীকে তাহা জ্ঞাত কর ; কিন্তু যদি মণ্ডলীর কথাও অমান্য করে, তবে সে তোমার নিকটে দেবপূজক ও চণ্ডালের সদৃশ হইবে । আমি তো- ১৮ মাদিগকে যথার্থ কহিতেছি, তোমরা পৃথিবীতে যাহা বদ্ধ করিবা, তাহ স্বগেতে বদ্ধ হইবে ; এবং পৃথিবীতে যাহা মুক্ত করিব, তাহী স্বগেতে যুক্ত হইবে । পুনশ্চ আমি ১৯ তোমাদিগকে কহিতেছি, পৃথিবীতে তোমাদের দুই জন 58