পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩ অধ্যায় ।] থিষলনীকীয় মণ্ডলীর প্রতি দ্বিতীয় পত্র । ৬৭১ কিন্তু তোমরা যেন আমাদের অনুকারী হও, এই জন্যে তোমাদের নিকটে আপনাদিগকে এক দৃষ্টান্ত১০ স্বৰূপ করিয়া রাখিলাম । তোমাদের নিকটে থাকন সময়ে আমরা তোমাদিগকে এই অজ্ঞ দিয়াছিলাম, যে কেহ কাৰ্য্য করিবে না, সে ভোজন না করুক । ১ ১ কিন্তু তোমাদের মধ্যে কেহ২ অবিহিত আচরণ করিতেছে, অর্থাৎ আপনাদের কোন কাৰ্য না করিয়৷ ১২ অনধিকার চর্চা করিতেছে, ইহা শুনিতেছি । অতএব সেই প্রকার লোকদিগকে আমাদের প্রভূ যীশু খ্রীষ্টের নামে বিনয় করিয়৷ এই আজ্ঞা দিতেছি, তাহারা শান্তভাবে কাৰ্য্য করিয়া আপনাদের খাদ্য সা১৩ মগ্রী ভোজন করুক । আর হে ভ্রাতৃগণ, তোমরা ১৪ সৎকৰ্ম্ম করিতে ক্লান্ত হইও না । যদি কেহ এই পত্রদ্বারা আমাদের কথার বশীভূত না হয়, তবে তোমরা সে মনুষ্যকে চিনিয়া রাখ, এবং তাহাকে লজ্জা দিবার জন্যে তাহার সহিত আচার ব্যবহার ১৫ করিও না । ইহাতে তাহাকে যে শত্রু জ্ঞান করিব। তাহা নয়, কিন্তু তাহাকে ভ্রাতৃভাবে চেতনা দেও। ১৬ আমাদের শান্তিদাতা যে প্রভু, তিনি সৰ্ব্বদা সৰ্ব্বপ্রকারে তোমাদিগকে শান্তি প্রদান করুন। প্ৰভু তোমাদের সকলের সঙ্গী হউন ৷ আমেন । ১৭ প্রত্যেক পত্রে আমি পোল যে প্রকার স্বহস্তক্ষেরের চিহ্ন দিয়া লিখিয়া থাকি, এই পত্রে সেই হস্তাক্ষর১৮ দ্বারা তোমাদিগকে নমস্কার জানাইতেছি । তোমাদের সকলের প্রতি আমাদের প্রভূ যীশু খ্রীষ্টের অনুগ্রহ হউক । ইতি । 671