পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তামথিয়ের প্রতি পেল প্রেরিতের প্রথম পত্র । ح هو:6 سبقتص ১ অধ্যায় । ১ মঙ্গলাচরণ ৩ এবং বংশাবলী ও ব্যবস্থা ও সুসমাচারের ও প্রেরিততর্পদের বিষয়ে ভীমথিয়ের প্রতি পৌলের উপদেশ ১৮ ও স্থির থাকিতে বিনয় করণ ও কতক লোকের ধর্মত্যাগ প্রকাশ করণ । আমাদের প্রত্যাশাজনক প্রভূ যীশু খ্রীষ্টের ও ত্রাণ- ১ কৰ্ত্ত ঈশ্বরের আজ্ঞানুসারে যীশু খ্রীষ্টের প্রেরিত পোল আপনার সত্য ধৰ্ম্মপুত্র তীমথিয়কে পত্র লিখিতেছে । আমাদের পিতা ঈশ্বর ও আমাদের প্রভু ২ যীশু খ্ৰীষ্ট তোমাকে অনুগ্রহ ও দয়া ও শান্তি প্রদান করুন । অামি যে সময়ে মাকিদনিয়া দেশে প্রস্থান করি- ৩ লাম, তৎকালে কতক লোক যেন কোন নুতন উপদেশ না দেয়, এবং নানা ইতিহাস ও অশেষ বংশাবলিতে মনোযোগ না করে, এমন আজ্ঞ তাহাদিগকে ৪ দিবার জন্যে হফিষ নগরে থাকিতে তোমাকে বিনয় করিলাম। ঐ সকল বিবাদমাত্র জন্মায়, কিন্তু বিশ্বাস সম্বন্ধীয় ঈশ্বরের নিয়ম বিষয়ে নিস্ফল থাকে। নিৰ্ম্ম- ৫ লান্তঃকরণ ও উত্তম মন ও অকম্পিত বিশ্বাসদ্বারা যে প্রেম, সেই হইয়াছে ধৰ্ম্মোপদেশের ফল ; কিন্তু কতক ৬ লোক ইহাহইতে পরাজুখ হইয় নিরর্থক গপ করণকপ বিপথে গিয়াছে । এবং আপনার কি বলে, ও আ- ৭ - 672