পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

岛38 তীমথিয়ের প্রতি প্রথম পত্র । [২ অধ্যায় । দৃশ্য রাজা যে অদ্বিতীয় সর্বজ্ঞ ঈশ্বর, তাহার সন্ত্রম ও মহিম সৰ্ব্বদা প্রকাশ হউক । আমেন । হে পুত্ৰ তীমথিয়, তোমার বিষয়ে পূর্বোক্ত যে২ ভবিষ্যদ্বাক্য, তদনুসারে আমি তোমার নিকটে এই উপদেশ সমর্পণ করি ; অতএব ভুমিও তদনুসারে ধৰ্ম্ম ও উত্তম মন রক্ষা করিয়া উত্তম যুদ্ধ কর । ঐ সকল পরিত্যাগ করাতে কাহারও২ বিশ্বাসৰূপ নেীক ভগ্ন হইয়াছে । তাহদের মধ্যে হুমিনেয় ও সিকদের আছে ; কিন্তু ঐ দুই জন যেন পাষণ্ডত৷ ত্যাগ করিতে শিক্ষা পায়, এই তাশয়ে আমি তাহাদিগকে শয়তানের হস্তে সমর্পণ করিলাম । ২ অধ্যায় । ১ সৰ্ব্বসাধারণ লোকদের জন্যে প্রাথনা করিতে পৌলের অাডা ৯ ও স্ত্রীলোকদের অলঙ্কারের ও উপদেশ না দেওনের বিবরণ। আমরা যেন শান্তিৰূপে ও নিৰ্ব্বিরোধে থাকিয়া তাবৎ ধৰ্ম্মেতে ও সদাচরণে কাল যাপন করি, এই জন্যে সৰ্ব্বসাধারণ লোকের নিমিত্তে, বিশেষতঃ রাজা ও শাসনকৰ্ত্তাদের নিমিত্তে, ঈশ্বরের নিকটে বিনয় ও নিবেদন ও প্রার্থন ও ধন্যবাদ করিতে হয়, এই অ|মার প্রথম উপদেশ । এই কৰ্ম্ম আমাদের ত্রাণকৰ্ত্ত। ঈশ্বরের সাক্ষাতে উত্তম ও গ্রাহ্য হয় । কেননা সকল মনুষ্য যে ত্রাণ ও সত্য বাক্যের জ্ঞান প্রাপ্ত হয়, এই তাহার ইচ্ছা ৷ অদ্বিতীয় এক ঈশ্বর অ|ছেন, এবং তাহার ও মনুষ্যদের মধ্যে অদ্বিতীয় এক মধ্যস্থ যে পুরুষ খ্রীষ্ট যীশু, তিনি সকলের মুক্তির মূল্যার্থে আপনার প্রাণ দিলেন । এবং উচিত কালে দাতব্য এই প্রমাণের এক জন প্রচারক ও প্রেরিত 674 >レー X > R &