পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ぐりレ〜o তীম থিয়ের প্রতি প্রথম পত্র । [৫ অধ্যায় । শিখে । অতএব পুনর্বার বিবাহ করিতে, ও সন্তান উৎপত্তি করিতে, ও সংসার করিতে, ও শতুগণকে নিন্দার কোন সুযোগ না দিতে, যুবতী বিধবাগণকে অামি আজ্ঞা দিতেছি । কেননা কতক বিধবা এখনই শয়তানের পশ্চাদগামিনী হইয়াছে । আর যদি বিশ্বাসকারিণী কি বিশ্বাসকারী কোন ব্যক্তির পরিবারের মধ্যে বিধবা থাকে, তবে সে মণ্ডলীর উপরে ভার না দিয়া তাহণদের উপকার করুক ; তাছাতে মণ্ডলী প্রকৃত বিধবার উপকার করিতে পরিবে । যে প্রাচীনের উত্তমৰূপে শাসন করে, বিশেষতঃ যাহারা ঈশ্বরবাক্য প্রচার ও উপদেশদ্বারা পরিশ্রম করে, তাহারা দ্বিগুণ ভূতি পাইবার যোগ্য গণিত হউক । যেহেতুক শাস্ত্রে এই লিপি আছে, “তুমি “শস্যমর্দনকারি বলদের মুখ বন্ধন করিব না;” আরও যথা, “ কাৰ্য্যকারি লোক বেতনের যোগ্য হয় ।” দুই তিন সাক্ষি ব্যতিরেকে প্রাচীনের বিরুদ্ধে অপবাদকথা গ্রাহ্য করিও না । এবং যেন অন্য লোক ভীত হয়, এই জন্যে সকলের সাক্ষাতে দোষি লোকদের প্রতি অনুযোগ করিও । আমি ঈশ্বরের ও প্রভূ যীশু খ্রীষ্টের ও মনোনীত দিব্য দূতগণের সাক্ষাতে তোমাকে এই আজ্ঞা দিতেছি, তুমি মুখাপেক্ষ ও পক্ষপাত না করিয়া আমার এই সকল কথা পালন কর । হঠাৎ কাহারও (মস্তকে) হস্তার্পণ করিও না, এবং পরপাপে পাপগ্ৰস্ত হইও না ; আপনাকে শুচি করিয়া রাখ। এবং তোমার উদরপীড়া ও বার ২ দুর্ব লতার নিমিত্তে কেবল জল পান না করিয়া কিছু ২ 680 S 8 > 6. > ペ) > > R R 5