○b-R তীমথিয়ের প্রতি প্রথম পত্র । [৬ অধ্যায়। জনক বটে। এই জগতে আমরা কোন বস্তু লইয়। আসি নাই, এবং এ স্থানহইতে কিছু লইয়। যাইতেও পারিব না, ইহা নিশ্চয় আছে । অতএব অন্ন বস্ত্র থাকিলেই আমাদের সন্তুষ্ট থাকা উচিত । যাহারা ধনলোভী হয়, তাহারা পরীক্ষাতে ও ফাদে পতিত হয়, এবং লোকদিগকে বিনাশে ও নরকে মগ্ন করে যে অভিলাষ, এমন অনেক অজ্ঞান ও হিংসাজনক অভিলাষের বশীভূত হয় । তাবৎ মন্দের মূল ধনাশ ; তাহাদ্বারা ধনাকাজী হইয়া কতক লোক ধৰ্ম্মভ্রন্ট হইয় আপনাদিগকে নানা দুঃখেতে বিদ্ধ করিয়াছে। হে ঈশ্বরের লোক, তুমি এই সকলহইতে পলায়ন করিয়া ধৰ্ম্ম ও ঈশ্বরসেবা ও প্রত্যয় ও প্রেম ও ধৈৰ্য্য ও মৃদুতা, এই সকলের পশ্চাদগামী হও । এবং বিশ্বাসের উত্তম যুদ্ধেতে যুদ্ধ করিয়া অনন্ত পরমায়ু ধারণ কর; তাহার নিমিত্তে তুমি আহুত হইয়াছ, এবং বহুসাক্ষর সম্মুখে উত্তম সাক্ষ্য দিয়াছ। এবং আমি তোমাকে তাবতের সজীব কর্তা ঈশ্বরের সাক্ষণতে, এবং পন্থীয় পীলাতের নিকটে উত্তম সাক্ষ্যদাতা খ্ৰীষ্ট যীশুর সাক্ষাতে এই আজ্ঞা দিতেছি ; যিনি একাকী নিত্য, অগম্য তেজোনিবাসী, ও র্যাহার দর্শন কোন মনুষ্য কখনো পায় নাই এবং পাইতে পারে না, এমত যে প্ৰভুদের প্রভু ও রাজাদের রাজা অদ্বিতীয় সম্রাট সচ্চিদানন্দ পরমেশ্বর, তিনি আপন সময়ে আমাদের প্রভূ যীশু খ্রীষ্টের যে আগমন প্রকাশ করবেন, তুমি সেই আগমন পৰ্য্যন্ত নিষ্কলঙ্ক X > > ネ > \○ > 8 > (t ও নির্দেষৰূপে এই আজ্ঞা পালন কর । র্তাহার ১ ৬ মহিম ও অনন্ত পরাক্রম প্রকাশিত হউক । আমেন । 682
পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬৯২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।