পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

NNoyo মথিলিখিত সুসমাচার। [১৯ অধ্যায়। ব্যবহার দেখিয়া বড় দুঃখিত হইয় আপনাদের প্রভুর কাছে গিয়া ঐ সকল বিবরণ নিবেদন করিল । তখন তা- ৩২ হার প্রভু তাহাকে ডাকাইয়। কহিল, আরে দুষ্ট দাস, তুমি আমার নিকটে প্রার্থন করাতে আমি তোমার সমস্ত ঋণ ক্ষমা করিলাম ; তবে আমি যেমন তোমার প্রতি দয়া করিলাম, তেমনি আপন সঙ্গি দাসের প্রতি দয়া কর। কি তোমার উচিত ছিল না ? এ কথা কহিয় তাহার প্রভু ক্রোধান্বিত হইয়। আপনার পাওনা যে পৰ্যন্ত সে পরিশোধ না করে, তাবৎ প্রহারিদের নিকটে তাহাকে সমপণ করিল । তোমরা যদি প্রতিজন অন্তঃকরণে আপন২ ভ্রাতাদের অপরাধ ক্ষমা না কর, তবে আমার স্বৰ্গস্থ পিতাও তোমাদিগের প্রতি এই ৰূপ করিবেন । ১৯ অধ্যায় । ১ রোগিদিগকে সুস্থ করণ ৩ এবং বিবাহের বিষয় ১৩ ও শিশুগণকে গ্রাহ্য করণ ১৬ ও এক যুৱ লোকের প্রতি উপদেশ ২৩ ও ধনি লোকদের ত্রাণ কঠিন হওনের বিষয় ২৭ ও খ্রীষ্টের শিষ্যদের পুরস্কার। অনন্তর এই সকল কথা সাঙ্গ হইলে যীশু গালীলহইতে প্রস্থান করিয়া যদ্দনের তীরস্থ যিহুদী প্রদেশে উপস্থিত হইলেন; তাহাতে সে স্থানেও লোকসমূহ তাহার পশ্চাৎ গমন করিলে তিনি তাহাদিগকে সুস্থ করিলেন । তদনন্তর ফিন্ধশিরা তাহার নিকটে আসিয়া পরীক্ষার্থে তাহাকে জিজ্ঞাসা করিল, কোন কারণেতে মনুষ্য কি আপন স্ত্রীকে পরিত্যাগ করিতে পারে ? তাহাতে তিনি উত্তর করিলেন, ঈশ্বর প্রথমে পুরুষ ও স্ত্রী করিয়া মনুষ্যদিগকে সৃষ্টি করিলেন, এবং কহিলেন, “এ প্রযুক্ত মনুষ্য “ আপন পিতা মাতাকে ত্যাগ করিয়া আপন স্ত্রীতে “ আসক্ত হইবে, এবং সে দুই জন একাঙ্গ হইবে,” ইহা 60 N○N) NうS N)○