পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪ অধ্যায় ] তীম থিয়ের প্রতি দ্বিতীয় পত্র । 33 অামাকে কেবল নয়, যত লোক র্তাহীর আগমন আকাজক্ষা করে, সেই সকলকে দিবেন । ৯ তুমি ত্বরায় আমার নিকটে আসিতে যত্ন কর, ১ • কেননা দীম। এই বর্তমান সংসার ভাল বাসিয়া আমাকে পরিত্যাগ করিয়া থিষলনীকীতে গিয়াছে ; ও ক্রিস্কি গলাতিয়াতে ও তীত দলমাতিয়াতে গিয়াছে৷ ১১ তদ্ভিন্ন তুখিককে আমি ইফিষ নগরে পাঠাইলাম ; ১২ এইক্ষণে আমার সঙ্গে লুকমাত্র আছে । অতএব অামার সেবাপদের উপকারী যে মার্ক, তাহাকে ১৩ সঙ্গে লইয়। অণইস । এবং আমি ত্রোয় নগরে কর্পের সহিত যে আচ্ছাদনবস্ত্র রাখিয়া আসিয়াছি, তাহা এবং পুস্তক সকল, বিশেষতঃ চৰ্ম্মের পুস্তক, ১৪ সঙ্গে লইয়া আইস । সিকন্দর কাংস্যারি অামার বিস্তর অনিষ্ট করিয়াছে ; তাহাতে প্ৰভু তাহার ১৫ কৰ্ম্মের সমুচিত প্রতিফল দিবেন । তুমিও তাহাহইতে সাবধান থাকিও, কেননা সে অামাদের কথার ১৬ অত্যন্ত বিরোধী । এবং আমার প্রথম প্রত্যুত্তর করণ সময়ে কেহ আমার সপক্ষ হইল না, সকলেই আমাকে পরিত্যাগ করিল ; ইহা তাহদের প্রতি গ১৭ ণিত না হউক । কিন্তু আমাদ্বারা যেন সুসমাচার প্রচারের কৰ্ম্ম সম্পূর্ণ হয়, ও তাবৎ দেশীয় লোকের। ঐ সুসমাচার শুনে, এই জন্যে প্রভু আমার নিকটবৰ্ত্তী হইয়া আমাকে বলবান করিলেন, তাহাতে আ|১৮ মি সিংহের মুখহইতে মুক্ত হইলাম । এবং প্রভু আমাকে সমুদয় মন্দ কৰ্ম্মহইতে মুক্ত করিয়া স্বৰ্গীয় রাজ্যপ্রাপ্তি পৰ্যন্ত রক্ষা করিবেন ; তাহার ধন্যবাদ সৰ্ব্বদা হউক । আমেন । 691