৬৯ই তীতের প্রতি পত্র । [১ অধ্যায় । তুমি প্রিস্কিল্লাকে ও আকৃিলাকে এবং অনীষিফ- ১৯ রের পরিজনদিগকে নমস্কার কর । ইরাস্ত করিন্থ ন- ২ • গরে রহিয়াছে, এবং ত্রফিম পীড়িত হওয়াতে আমি তাহাকে মিলীত নগরে রাখিয়া আসিয়াছি । তুমি ২১ হেমন্ত কালের পূর্বে এখানে অগসিতে যত্ন কর । উবুল ও পুদি ও লীন ও ক্লেদিয়া এবং তাবৎ ভ্রাতৃগণ তোমাকে নমস্কার করিতেছে । প্রভূ যীশু ২২ খ্ৰীষ্ট তোমার হৃদয়বৰ্ত্তী হউন । তোমাদের প্রতি অনুগ্রহ হউক । ইতি । তীতের প্রতি পোল প্রেরিতের পত্র। . _இ அ-ை ১ অধ্যায় । ১ মঙ্গলাচরণ ৫ ও ভীতের ੱਡੀ উপদ্বীপে থাকনের অভিপ্রায় ও উত্তম উপদেশকের গুণের নির্ণয় ও দুষ্ট উপদেশকের গুণের নির্ণয়। সত্যবাদি ঈশ্বর কালাবস্থার পূর্বে অনন্ত পরমায়ুর ১ প্রতিজ্ঞ করিয়া উপযুক্ত সময়ে যে প্রচারকপদদ্বার আপন বাক্য প্রকাশ করিয়াছেন, আমাদের ত্রাণকর্তা ২ ঈশ্বরের আজ্ঞানুসারে সেই পদে নিযুক্ত এক জন, অর্থাৎ ঈশ্বরের মনোনীত লোকদের বিশ্বাসার্থে এবং ৩ অনন্ত পরমায়ুর অপেক্ষাতে ধৰ্ম্ম সেবাজনক সত্য কথা স্বীকার করাওনার্থে ঈশ্বরের এক দাস ও যীশু খ্রীষ্টের এক প্রেরিত যে পোল, সে সাধারণ প্রত্যয়া- ৪ 692 -
পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭০২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।