পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬৯৬ তীতের প্রতি পত্র। [৩ অধ্যায়। ও নম্র হইয়া তাবতের নিকটে সৰ্ব্ব প্রকার মৃদুতা প্রকাশ করিতে লোকদিগকে স্মরণ করাও । কেননা পূৰ্ব্বে আমরাও নিৰ্ব্বোধ, ও অনাজাবহ, ও বিপথগামী, ও বিবিধ অভিলাষের ও সুখের সেবক, এবং জিঘাংসাতে ও ঈর্ষাতে কালক্ষেপক, ও ঘৃণিত ও পরস্পর ঘৃণাকারী ছিলাম। কিন্তু আমাদের ত্রাণকর্তা ঈশ্বরের দয়া ও মনুষ্যজাতির প্রতি অনুগ্রহ প্রকাশিত হইলে পর, তিনি আমাদের স্বকৃত পুণ্যকৰ্ম্মম্বারা নয়, কিন্তু পুনর্জন্মৰূপ প্রক্ষালনৰ্দ্ধারা, অর্থাৎ আমাদের ত্ৰাণকৰ্ত্ত যীশু খ্ৰীষ্টকর্তৃক আমাদের উপরে বাহুল্য ৰূপে বৰ্ষিত যে পবিত্র আত্মা, তাহার নূতন স্বভাব প্রদানদ্বারা আপন দয়ানুসারে আমাদিগকে পরিত্রাণ করিলেন । তাহাতে আমরা তাহার অনুগ্রহেতে পুণ্যবান গণিত হইয়া প্রত্যাশাতে অনন্ত পরমায়ুর উত্তরধিকারী হইলাম । এ কথা সত্য ; অতএব ঈশ্বরের বিশ্বাসিগণ যাহাতে সৎকৰ্ম্ম করিতে মনোযোগ করে, এমত দৃঢ়ৰূপে ঐ সমস্ত কথা তাহাদিগকে জ্ঞাত কর, ইহা আমার ইচ্ছা ; কেনন। মনুষ্যদের পক্ষে ঐ সকল ক্রিয়াই উত্তম ও ফলদায়ক । কিন্তু অজ্ঞানতার যে সমস্ত বিবাদ ও বংশাবলি ও বিরোধ ও ব্যবস্থার বিতণ্ডা, তাহtহইতে দূরে থাক ; কেননা এই সকল নিরর্থক ও মিথ্যা । ধৰ্ম্মভ্রষ্ট ব্যক্তিকে দুই এক বার অনুযোগ করিলে পর বহিস্কৃত কর ; এমন ব্যক্তি যে বিপথগামী ও আপনার প্রমাণে দোষীকৃত পাপী, ইহা জানিতে পারিব। । আমি তোমার নিকটে অতিমাকে কিম্ব তুখিককে প্রেরণ করিলে তুমি নীকপলিতে আমার নিকটে আ 696 У о Y > > R