ফিলীমোনের প্রতি পত্র । V、? সিতে যত্নবান ছও ; আমি সেই স্থানে থাকিয়া শীত১৩ কাল যাপন করিতে মনস্থ করিলাম । পরন্তু ব্যবস্থাপক সীনার ও আপল্লোর অগসিতে যেন পথেয়ের কিছু অভাব না হয়, এমন যত্ন করিয়া তাহাদিগকে ১ ৪ এখানে প্রেরণ কর । আর আমাদের অনুগত লোকেরা যেন নিস্ফল না হয়, এই নিমিত্তে তাহার প্রয়োজনীয় ব্যয়ার্থে উত্তম ব্যবসায় শিক্ষা করুক । ১৫ আগমণর সঙ্গী তাবৎ লোক তোমাকে নমস্কার জানাইতেছে ; যাহার। খ্ৰীষ্টধৰ্ম্ম প্রযুক্ত আমাদিগকে প্রেম করে, তাহাদিগকে নমস্কার কর । তোমাদের সকলের প্রতি অনুগ্রহ হউক । ইতি । ফিলীমোনের প্রতি পেল প্রেরিতের পত্র। -ене е енна ১ মঙ্গলাচরণ ৪ ও ফিলামোনের প্রত্যয় ও প্রেম প্রযুক্ত পৌন্সের আনন্দ ৮ ও অনীষিমকে ক্ষমা করিতে ও ভুক্তৃিতুল্য গ্রাহ্য করিতে ফিলীমোনের প্রতি পৌলের নিবেদন । ১ যীশু খ্রীষ্টের কারণ বন্দী পোল ও তীমথিয় না মে এক ভ্রাতা, আপনাদের প্রিয় সহকারী ফিলী ২ মোনকে ও প্রিয়। অপিয়াকে ও সহসেন আর্থিপকে, এবং ফিলীমোনের গৃহস্থিত মণ্ডলীকে পত্র লিখিতেছে। 697
পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭০৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।