পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৯ অধ্যায়।] মথিলিখিত সুসমাচার। ৩১ ৬ কি তোমরা পাঠ কর নাই ? অতএব তাহারা আর দুই নহে, একাঙ্গ আছে ; আর ঈশ্বর যাহার যোগ করিয়া ৭ দিলেন, মনুষ্য তাহার বিয়োগ না করুক । তখন তাহার তাহাকে প্রত্যুত্তর করিল, তবে ত্যাগ পত্ৰ দিয়া আপন২ ৮ গ্রীকে পরিত্যাগ করণের ব্যবস্থ। মূসা কেন দিল ? তাহাতে তিনি কহিলেন, তোমাদের অন্তঃকরণের কাঠিন্য প্রযুক্ত মূসা তোমাদিগকে স্ব২ স্ত্রী পরিত্যাগ করিতে অনুমতি ৯ দিল, কিন্তু প্রথমাবধি এমন বিধি ছিল না । অতএব আমি তোমাদিগকে কহিতেছি, ব্যভিচার দোষ না পাইয়। কেহ যদি আপন স্ত্রীকে পরিত্যাগ করিয়া অন্যাকে বিবাহ করে, তবে সে ব্যভিচার করে ; এবং যে ব্যক্তি সেই ১ • ত্যক্ত স্ত্রীকে বিবাহ করে, সেও ব্যভিচার করে । তখন তাহার শিষ্যেরা তাহাকে কহিল, যদি আপন স্ত্রীর সঙ্গে পুরুষের এমন সম্বন্ধ হয়, তবে বিবাহ করাই ভাল নয় । ১১ তাহাতে তিনি কহিলেন, যাহাদিগকে সে ক্ষমতা দত্ত হইয়াছে, তাহারা বিনা আর কোন মনুষ্য এই কথা গ্রাহ ১২ করিতে পারে না । কতক জন্মনপুংসক, ও কতক মনুষ্যকৃত নপুংসক, এবং স্বৰ্গরাজ্যের নিমিত্তে কতক স্বকৃত নপুংসক আছে ; যে গ্রাহ করিতে পারে, সে গ্রাহ্য করুক । ১৩ অপর তিনি শিশুগণের গাত্রে হস্ত দিয়া যেন প্রার্থন করেন, এ জন্যে র্তাহার নিকটে শিশুগণ আনীত হইল; তাহাতে শিষ্যেরা আনয়নকারিদিগকে অনুযোগ করিল। ১৪ কিন্তু যীশু কহিলেন, শিশুদিগকে আমার নিকটে আসিতে দেও, তাহাদিগকে বারণ করিও না ; কেননা এই মত । ১৫ ব্যক্তির স্বৰ্গরাজ্যের অধিকারী । পরে তিনি তাহদের গাত্রে হস্তাপর্ণ করিয়া সে স্থানহইতে প্রস্থান করিলেন । 61