ইন্দ্রীয়দের প্রতি (পোল প্রেরিতের) পত্র। صاحیههصوصیه ১ অধ্যায় । ১ ঈশ্বরের নিকটহইতে আমাদের কাছে খ্রীষ্টের আগমন এবং গুণেভে ও কর্মেতে দিব্য দূতগণ অপেক্ষ তাহার শ্রেষ্ঠ হওন । পূৰ্ব্বকালে ভবিষ্যদ্বক্তৃগণদ্বারা পিতৃলোকদিগকে না- ১ না সময়ে ও নানা প্রকারে কহিয়াছিলেন যে ঈশ্বর, তিনি এই শেষকালে আপন পুত্রদ্বারা আমাদিগকে ২ কহিয়াছেন । তিনি সেই পুত্রকে সৰ্ব্বাধিকারী করিয়া তাহার দ্বারা সকল জগতের সৃষ্টি করিয়াছেন । এবং ৩ সেই পুত্র ঈশ্বরের মহিমার তেজ ও সারের মূৰ্ত্তি হইয়া আপন শক্তিৰূপ বাক্যেতে সকলি ধারণ করিতেছেন ; অতএব নিজ প্রাণদ্বারা আমাদের পাপের মার্জনা করিয়া তিনি উর্দুস্থ মহামহিমের দক্ষিণ পাশ্বে বসিলেন । এবং দিব্য দূতগণ অপেক্ষ যে প্র- ৪ সিদ্ধ নামের অধিকারী হন, তদনুসারে তাহদের হইতে শ্রেষ্ঠও আছেন । কেননা ‘তুমি আমার পুত্র, ৫ “ আমি আদ্য তোমাকে উত্থাপিত করিলাম,” আর “আমি তাহার পিতৃস্বৰূপ হইব, ও তিনি আমার “পুত্ৰস্বৰূপ হইবেন,” দিব্য দূতগণের মধ্যে ঈশ্বর কী হাকে কখন এমন কথা কহিলেন ? বরং আপন অ- ৬ 700
পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭১০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।