X > > ネ > Nう X 8 ১ অধ্যায় ।] ইন্দ্রীয়দের প্রতি পত্র। ግo› দ্বিতীয় পুত্রকে জগতে পুনরানয়ন কালে এমন কথা কছেন, “ হে ঈশ্বরের দূত সকল, তোমরা ইহঁাকে “প্রণাম কর।” আর দূতগণের বিষয়ে এই কথা কছিলেন, যথা “তিনি আপন দূতগণকে বায়ুস্বৰূপ, ও “আণপন সেবকদিগকে অগ্নিশিখাস্বৰূপ করেন ।” কিন্তু পুত্রের বিষয়ে এই কথা কছিলেন, যথা, “ হে ঈ“ শ্বর, তোমার রাজসিংহাসন চিরস্থায়ি, ও তোমার “ রাজদণ্ড যথার্থ দণ্ড । তুমি পুণ্যকে প্রেম করিতেছ, “ এবং পাপকে ঘৃণা করিতেছ, এই নিমিত্তে ঈশ্বর, “ অর্থাৎ তোমার ঈশ্বর, তোমার মিত্রগণ অপেক্ষ “ অধিক অণনন্দৰূপ তৈলেতে তোমাকে অভিষিক্ত ক“ রেন ।” আরও যথা, “হে পরমেশ্বর, তুমি প্রথমে “পৃথিবীর মূল স্থাপন করিয়াছ, এবং আকাশমণ্ডল “ তোমার হস্তকৃত । উভয়ই বিনষ্ট হইবে, কিন্তু “তুমি নিত্য ; সে সমস্ত বস্ত্রের ন্যায় জর্জরীভূত “হইবে, এবং তুমি বস্ত্রের ন্যায় জড়াইলে তাহার “পরিবর্তন হইবে ; কিন্তু তুমি নিত্য, তোমার রৎ“সরের ক্ষয় কদাচ হইবে না ।” অরে, “আমি যা“বৎ তোমার শত্ৰুগণকে তোমার পাদপীঠ না করি, “ তাবৎ তুমি আমার দক্ষিণে বৈস,” ঈশ্বর এই কথা দিব্য দূতগণের মধ্যে কাহাকে কখন কহিলেন ? যাহার। পরিত্রাণের অধিকারী হইবে, তাহদের সেবার্থে প্রেরিত হওয়াতে ঐ দূতগণ কি সকলে সেবাকারী আত্মা নয় ? ২ অধ্যায় । ১ খ্ৰীষ্ট আমাদের ত্ৰাণার্থে অবতীর্ণ হইলেন এ কারণ তাহার অ!জ্ঞাবহ হওনের আবশ্যকতা । 701
পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭১১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।