পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২ অধ্যায় ।] ইন্দ্রীয়দের প্রতি পত্র। ৭০৩ ১ - ৰূপ মুকুটেতে ভূষিত দেখিতেছি । আর র্যাহার কারণ ও যাহার দ্বারা সকল বস্তু সৃষ্ট হইল, বহু সন্তানগণকে স্বগীয় বিভবে আনয়ন করিবাতে তাহাদের ত্রাণের সেনাপতিকে দুঃখভোগদ্বারা সিদ্ধ করা ১১ তাহার উপযুক্ত হইল । ইহাতে যিনি পবিত্র করেন, ও যাহারা পবিত্রীকৃত হয়, এ উভয়ই একের হয় ; অতএব তাহাদিগকে ভ্রাত কহিতে তিনি লজ্জিত ১২ নহেন । তাহাতে তিনি কছিলেন, যথা, “আমি ভ্র।“তৃগণের মধ্যে তোমার নাম প্রকাশ করিব, ও ১৩ “ সভার মধ্যে তোমার প্রশংসা করিব।” পুনশ্চ যথা, “ আমি তাহারই অপেক্ষা করিব ;” তার বার, ১ ৪ “ আমাকে ও ঈশ্বরদত্ত সন্তানগণকে দেখ ।” অণর সন্তানের রক্তমাংস বিশিষ্ট হওয়াতে, মৃত্যুশক্তির নিদান যে শয়তান, তাহাকে মৃতু্যদ্বার দমন করি১৫ তে, এবং মৃত্যুভয়েতে যাবজ্জীবন বন্ধনগ্রস্ত লোকদিগকে উদ্ধার করিতে, খ্রীষ্টও তদ্রুপে রক্তমাংস বি১৬ শিষ্ট হইলেন । তিনি দূতগণের উদ্ধার না করিয়া ১৭ ইব্রাহীমের বংশের উদ্ধার করেন । অতএব লোকদের পাপের প্রায়শ্চিত্ত করণার্থে ঈশ্বরের বিষয়ে এক জন দয়ালু ও বিশ্বস্ত মহাযাজক হইবার জন্যে সৰ্ব্বতোভাবে আপন ভ্রাতৃগণের তুল্য হওয়া তাহার ১৮ উচিত হইল । তাহাতে তিনি আপনি পরীক্ষিত হইয়া দুখভোগ করতে পরীক্ষিতগণের উপকার করিতে পারেন । ৩ অধ্যায় । ১ ফুসাপেক্ষা গ্রীষ্টের শ্রেষ্ঠত ৭ ও ইস্রায়েল লোক অপেক্ষ তাহার প্রতি অবিশ্বাসকারিদের দণ্ডনীয়তা । 703