পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ԳօԵ- ইন্দ্রীয়দের প্রতি পত্র। [৫ অধ্যায় । আপনার জন্যেও প্রায়শ্চিত্ত বলিদান করা তাহার প্রয়োজন আছে ৷ হারোণের ন্যায় ঈশ্বরকর্তৃক নিযুক্ত না হইলে যে মন কেহ আপনি এই সত্ত্বম লয় না, তদ্রুপ খ্ৰীষ্ট ৫ মহাযাজকপদ লইতে আপনার সন্ত্রম আপনি করিলেন না ; কিন্তু “ তুমি আমার পুত্র, আমি অদ্য “তোমাকে উত্থাপিত করিলাম,” আর অন্য গীতে, “তুমি মলকীষেদকের মতানুসারে নিত্য যাজক হই“ বা,’’ এমন কথা যিনি কছিলেন, তিনিই উহার সন্ত্ৰম করিলেন । আর খ্ৰীষ্ট নিজ অবতার সময়ে মৃত্যুহইতে রক্ষা করিতে সমর্থ পিতার কাছে অতিশয় ক্রন্দন ও অশ্রুপাত করিয়া বিনয় পূৰ্ব্বক প্রার্থনা করিয়া যাহার ভয় করিলেন, তাহহেইতে মুক্ত হইলেন । এবং পুত্ৰ হইলেও তিনি দুখভোগদ্বারা আজ্ঞাবহন অভ্যাস করিলেন । এই প্রকারে সিদ্ধ হইয়া নিজ আজ্ঞাবৰ্ত্তি সকলের অনন্ত পরিত্রাণের भूलौजूड হইয়া, মলকীষেদকের মতানুসারে মহাযাজকৰূপে ঈশ্বরকতৃক বিখ্যাত হইলেন । তাহার বিষয়ে অামাদের অনেক কথা অাছে, কিন্তু তোমাদের কর্ণ স্তব্ধ হওয়াতে তাহ প্রকাশ করা দুষ্কর হইতেছে । কেননা যে কালের মধ্যে শিক্ষক হওয়া তোমাদের উচিত ছিল, এত কাল গত হইলেও আরবার কেহ যে তোমাদিগকে ঈশ্বরবাক্যের প্রথম সূত্র শিক্ষণ করায়, এবং কঠিন দ্রব্য ভোজন না করাইয়া কেবল দুগ্ধপান করায়, এমত তোমা レア న X e X > > ネ দের প্রয়োজন আছে । আর দুগ্ধপোষ্য শিশু বাল্য ১৩ প্রযুক্ত ধৰ্ম্মবাক্যেতে নিপুণ নয় ; কিন্তু যাহারা 70S > 8