পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* > ケ ইন্দ্রীয়দের প্রতি পত্র। [১০ অধ্যায়। অপেক্ষ শ্রেষ্ঠ বলিদ্বারা পবিত্রীকৃত হওয়া উচিত । অতএব খ্ৰীষ্ট এক্ষণে আমাদের প্রতিনিধিৰূপে ঈশ্বরের সাক্ষাতে উপস্থিত হওনার্থে সত্য পবিত্র স্থানের দৃষ্টান্তস্বৰূপ যে হস্তকৃত পবিত্র স্থান, তাহাতে প্রবেশ না করিয়া প্রকৃত স্বগেতেই প্রবেশ করিলেন । কিন্তু মহাযাজক পরের রক্ত লইয়া যেমন প্রতি বৎসরে মহাপবিত্র স্থানে প্রবেশ করে, তদ্রুপ পুনঃ২ আপনাকে উৎসর্গ করিতে খ্রীষ্টের প্রয়োজন নয়, কেননা তাহ হইলে সৃষ্টির প্রথমাবধি অনেক বার তাহার মৃত্যু হইত। কিন্তু এখন তিনি পাপনাশ করণর্থে আপনাকে বলিৰূপে উৎসর্গ করিতে এক বার শেষকালাবস্থাতে অবতীর্ণ হইলেন । আর মনুষ্যের যেমন একবার মৃত্যু, তাহার পর বিচার নিৰূপিত আছে, তদনুসারে খ্ৰীষ্টও অনেকের পাপ দূর করণার্থে এক বার উৎসৃষ্ট হইলেন ; দ্বিতীয় বার তিনি বলিস্বৰূপ না হইয়া, যাহারা তাহার অপেক্ষ করে, তাহদের পরিত্রাণের নিমিত্তে দর্শন দিবেন । ১০ অধ্যায় । ১ ব্যবস্থানুযায়ি বলিদানদ্বারা সৰ্ব্বতোভাবে পাপ মোচন না হওন ৫ ও গ্রীষ্টের বলিদানদ্বারা সৰ্ব্বতোভাবে পাপমোচন হওন ১১ ও তাহার বলিদানের একত্র ও সম্পূর্ণতা ১৯ ও তদদ্বারা তাহার লোকদের সাহস ২১ ও ধর্ম ত্যাগ করণে নিষেধ ৩২ ও ধর্মের নিমিত্তে দুঃখভোগ সহিষ্ণুতা করণের প্রশংসা । ব্যবস্থা ভবিষ্যৎ মঙ্গলের মূৰ্ত্তি না হইয়া ছায়াস্বৰূপ হওয়াতে নিত্য একৰপ বার্ষিক বলিদানদ্বারা শরণাগত লোকদিগকে সিদ্ধ করিতে সমর্থ হয় না । কেনন। সাবকেরা একেবারে পরিস্কৃত হইলে তাছা 718 R 8 ২৫ ২ ৩ R、守 えし” 한,