পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৪ অধ্যায় ।] ইব্রীয়দের প্রতি পত্র ৭২১ ক্রোধানলের ও দণ্ডের ভয় জনক অপেক্ষী থাকে । ২৮ মূসার ব্যবস্থা তুচ্ছ করাতে মনুষ্য যদি দুই তিন ২৯ সাক্ষর প্রমাণে নির্দয়ৰূপে হত হইল, তবে বুঝ, যে জন ঈশ্বরের পুত্রকে অবজ্ঞা করে, ও যে নিয়মের রক্তদ্বারা পবিত্রীকৃত হইল, তাহা অপবিত্র জ্ঞান করে, ও অনুগ্রহ ৰূপ আত্মার অপমান করে, সে ৩০ কত বড় ঘোরতর দণ্ডের যোগ্য হইবে ? কেনন। পরমেশ্বর কছেন, “ প্রতিফল দেওয়া আমার কৰ্ম্ম, “ আমিই সমুচিত দণ্ড দিব,” পুনশ্চ, “ পরমেশ্বর “ আপন লোকদের বিচার কfরবেন,” এ কথা খি৩১ নি কহিয়াছেন, র্তাহাকে অণমরা জানি । আমর ঈশ্বরের হস্তে পতিত হওয়া বড় ভয়ানক বিষয় । ৩২ তোমরা যে সময়ে দীপ্তিবিশিষ্ট হইয়। নানা দুঃখৰূপ ভারি সংগ্রাম সস্থা করিয়াছিল, সেই পূর্ব৩৩ সময়কে স্মরণ কর । তৎকালে তোমরা অংশক্রমে নিন্দ ও ক্লেশেতে কৌতুকাস্পদ হইয়াছিল ; এবং অংশক্রমে সেই ৰূপে নিন্দিত লোকদের সখ হুই৩৪ য়াছিল, বিশেষতঃ আমার বন্ধনের দুঃখেতে দুঃখী হইয়াছিল ; এবং স্বগেতে তোমাদের তারো উত্তম নিত্য ধন আছে, ইহা জ্ঞাত হইয়া আনন্দপুৰ্ব্বক ৩৫ আপন২ সামগ্রীর লুট সহ করিয়াছিল । অতএব অনেক পুরস্কার জনক তোমাদের সাহস পরিত্যাগ ৩৬ করিও না । কেননা তোমরা যেন ঈশ্বরের ইচ্ছ। পালন করিয়া প্রতিজ্ঞাত ফলপ্রাপ্ত হও, এই জন্যে ৩৭ ধৈর্য্যাবলম্বনে তোমাদের প্রয়োজন আছে । “ ঘি“নি আসিবেন, তিনি অলপ দিনের মধ্যেই অগসি ৩৮ “বেন, বিলম্ব করিবেন না । পুণ্যবান ব্যক্তি আপন 721