পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१२8 ইব্রীয়দের প্রতি পত্র । [১১ অধ্যায় । কিন্তু তাহারা সৰ্ব্বোৎকৃষ্ট স্বৰ্গীয় দেশের প্রত্যাশী ছিল, এই জন্যে ঈশ্বর তাহদের ঈশ্বরব্ধপে বিখ্যাত হইতে লজ্জিত নহেন, যে হেতুক তিনি তাহাদের নিমিত্ত্বে একটি নগর স্থাপন করিয়াছেন । X \o এবং ইব্রাহীম পরীক্ষিত হইয়া প্রত্যয়দ্বারা ইসহাক- ১৭ কে উৎসর্গ করিল ; ফলতঃ “ইসহাকহইতে তোমার “ বংশ বিখ্যাত হইবে,” সে এমত প্রতিজ্ঞ সত্য জ্ঞান করিলেও যাহার বিষয়ে এমনি উক্তি ছিল, সেই অদ্বিতীয় পুত্র ইসহাককে উৎসর্গ করিল । কারণ ঈশ্বর তাহাকে মৃতদের হইতে উত্থাপন করিতে সমর্থ, ইহ। সে মনে স্থির করিয়াছিল, এবং তদনুসারে দৃষ্টাস্তের নিমিত্তে মৃতদের হইতে তাহাকে গ্রহণ করিল । আর ইসহাক প্রত্যয়দ্বারা যাকুব ও এযেীকে ভবিষ্যদ্বিষয়ে আশীৰ্ব্বাদ করিল । আর যাকুব আপন মরণকালে প্রত্যয়দ্বারা মূষকের দুই পুত্রকে আশীৰ্ব্বাদ করিল, এবং যটির অগ্রভাগে ( নির্ভর দিয়া ) আরাধনা করিল । আর যুযফ প্রত্যয়দ্বারা অন্তিম কালে ইসায়েল বংশের মিসর দেশহইতে যাত্রার কথা কহিয়া তাপন অস্থি বিযয়ে আজ্ঞা দিল । তদ্ভিন্ন মূসা ভূমিষ্ঠ হইলে অতি সুন্দর দৃষ্ট হওয়াতে তাহার পিতা মাতা রাজার আজ্ঞাতে ভীত ন হইয়। প্রত্যয়দ্বার। তাহাকে তিন মাস পর্যন্ত লুক্কায়িত করিয়া রাখিল । আর মূস। বয়ঃপ্রাপ্ত হইয়। ফিরেীণ রাজার দৌহিত্ৰৰূপে বিখ্যাত হইতে প্রত্যয়দ্বারা অস্বীকার করিল। কারণ সে পাপজাত ক্ষণিক সুখভোগ অপেক্ষ বরং ঈশ্ব রের লোকের সহিত দুখভোগ মনোনীত করিল ; 724 > ケ > సి ২ e R、> > R ネいご R 8 R (t