পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১ অধ্যায় ।] ইন্দ্রীয়দের প্রতি পত্র। १२ (t ২৬ এবং পুরস্কারের প্রতি দৃষ্টি করিয়া মিসর দেশীয় সমস্ত সম্পত্তিহইতে খ্রীষ্টের নিমিত্তে নিন্দিত হওয়৷ ২৭ লাভ বোধ করিল । পরে সে অদৃশ্যকে দৃশ্যজ্ঞান করাতে ধৈৰ্য্যাবলম্বন করিয়া রাজার ক্রোধে ভীত না হইয়। প্রত্যয়দ্বারা মিসর দেশ পরিত্যাগ ২৮ করিল ; আর প্রথমজাতদের সংহারকর্তা যেন তা পন লোকদিগকে স্পর্শ না করে, এই জন্যে সে প্র ত্যয়দ্বারা নিস্তার পর্ব ও রক্ত প্রক্ষেপ বিধি নি২৯ ৰূপণ করিল । আর প্রত্যয়দ্বারা তাহার। শুষ্ক ভূমিতে গমনের ন্যায় সূফ সাগরের মধ্য দিয়া গমন করিল ; কিন্তু মিস্ট্রীয় লোকের তজপ করিতে ৩০ উদ্যত হওয়াতে মগ্ন হইল । এবং প্রত্যয়দ্বার। সাত দিন পর্যন্ত ঘিরীহে নগরের প্রাচীর প্রদক্ষিণ ক৩১ রাতে ঐ প্রাচীর পড়িয়া গেল। আর রাহব নায়ী বেশ্য প্রত্যয়দ্বার। চরগণকে কুশলে অতিথি করাতে অবিশ্বাসিগণের সহিত বিনষ্ট হইল না । Nシネ অধিক কি কহিব ? গিদিয়োন ও বারক ও শিম্শোন ও যিগুস্থ ও দায়ুদ ও শিমুয়েল ও ভবিষ্যদ্বক্তৃগণ, এই সকলের বৃত্তান্ত কহ বহুকালেও ees BBB BBS BB BBBBBS KJBBBS BBYS KS রাস্ত করিল, এবং ধৰ্ম্ম কৰ্ম্ম করিয়া প্রতিজ্ঞাত ফল ৩৪ প্রাপ্ত হইল, এবং সিংহের মুখ বদ্ধ ও অগ্নির দহিকাশক্তির লোপ করিল, এবং খড়গের ধার এড়াইল, ও দুর্বলতাহইতে সবল হইল, ও যুদ্ধে জয়যুক্ত হই৩৫ য়। বিপক্ষগণের সৈন্যগণকে পরাস্ত করিল । তদ্ভিন্ন নারীগণ উত্থানদ্বারা আপন২ মৃত বালকগণকে সজীব পাইল ; কিন্তু অন্যেরা শ্রেষ্ঠতর উত্থান প্রাপ্তির - 725