*\59 ইন্দ্রীয়দের প্রতি পত্র। [১৩ অধ্যায় । স্মরণ কর । আর বিবাহ সকলের নিকটে মর্যাদ|দায়ক ও তাহার শয্যা শুচি ; কিন্তু যে কেহ ব্যভিচারী ও পারদগরিক, তাছাকে ঈশ্বর দণ্ড দিবেন । তোমরা লোভশূন্য আচারী হইয়া বর্তমান প্রাপ্ত দ্রব্যেতেই সন্তুষ্ট থাক ; যেহেতুক ঈশ্বর আপনি এমত কহিয়াছেন, “আমি তোমাকে কদাচ ছাড়িব “ না, ও তোমাকে কদাচ ত্যাগ করিব না ।” অতএব “ পরমেশ্বর আমার সপক্ষ তাছেন ; আমি আপ“ নার বিরুদ্ধে মনুষ্যের সাধ্য কৰ্ম্মে ভয় করিব না,” এ কথা আমরা নিৰ্ভয়ে কহিতে পারি । তোমাদের যে উপদেশকের তোমাদের নিকটে ঈশ্বরের বাক্য প্রচার করিয়াছে, তাহাদিগকে স্মরণ করিয়া তাহাদের আচরণের অভিপ্রায় বুঝিয় তাহদের প্রত্যয়ের অনুগামী হও । যীশু খ্ৰীষ্ট কল্য ও অদ্য ও সদাকালেই সমভাবে তাছেন । তোমরা বিবিধ নূতন শিক্ষাদ্বারা বিচালিত इझे ७ না ; কেননা যে২ খাদ্যদ্বারা ব্যবহারিরা কোন ফল পাইল না, এমত খাদ্য বিশেষ অপেক্ষ। বরং অনুগ্রহদ্বারা অন্তঃকরণের সুস্থির হওয়৷ উত্তম । যে বেদির সামগ্ৰী তাম্বুস্থিত সেবকদের ভোজন করা উচিত নয়, এমত এক যজ্ঞবেদি আমাদের অাছে ৷ অণর প্রায়শ্চিত্ত করণর্থে যে কোন বলির রক্ত মহাযাজকদ্বারা মহাপবিত্র স্থানে আনীত হয়, তাহার শরীর শিবিরের বাহিরে দগ্ধ হয় । অতএব যীশু অণপন রক্তদ্বারা লোকদিগকে পবিত্র করিবার নিমিত্তে নগরদ্বারের বাহিরে মৃত্যুভোগ করলেন । এই হেতুক লাইস, আমরা তাহার ন্যায় অপমান 730 8 У о > X > ネ X 5
পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭৪০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।