পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪ অপায় ।] যকৃবের পত্র। q8? সাক্ষাতে নয় হও, তাহাতে তিনি তোমাদিগকে উচ্চ করিবেন । ১১ হে ভ্রাতৃগণ, তোমরা পরস্পর দোষারোপ করিও না ; কেননা ভ্রাতাতে দোষারোপ ও ভ্রাতার বিচার করিলে ব্যবস্থাতে দোষারোপ ও ব্যবস্থার বিচার করা হয় ; যদি ব্যবস্থার বিচার কর, তবে তোমর ব্যবস্থাপালনকর্তা না হইয় তাহার বিচারকর্তা ১২ হইয়াছ । রক্ষা ও বিনাশ করিতে সমর্থ, এমত এক অদ্বিতীয় ব্যবস্থাপক বিচারকর্তা আছেন ; তবে পরের বিচার করিতে প্রবৃত্ত যে তুমি, তুমি কে ? ১৩ অদ্য কিম্বা কল্য আমরা অমুক নগরে যাইয়া সে স্থানে এক বৎসর পর্য্যন্ত থাকিয় ক্রয় বিক্রয় করণ পূর্বক লাভ করিব, এই কথা কহিতেছ যে তোমরা, ১৪ তোমরা এখন অবধান কর । কল্য কি ঘটিবে, তাহা তোমরা জান না, যেহেতুক তোমাদের আয়ু কি ? ক্ষণেকে দৃশ্য হইয় অদৃশ্য হয় যে বাস্প, ১৫ সে তাহার তুল্য । অতএব যদি ঈশ্বরের ইচ্ছ হয়, তবে আমরা জীবৎ থাকিয় এ কৰ্ম্ম কিম্বা ও কৰ্ম্ম করিব, এমন কথা তোমাদের বক্তব্য হয় । ১৬ তোমরা ঐ যে আত্মশ্লাঘাতে আনন্দ করিতেছ, সে ১৭ শ্লাঘা মন্দ । এবং যে কেহ সৎকৰ্ম্ম করিতে জানিয়া তাহা না করে, তাহার পাপ হয় । ৫ অধ্যায় । ১ দুষ্ট ধনি লোকদের ভয় করা উচিত হওন ৭ ও দুঃখে ধাৰ্মিকদের সহিষ্ণুতা করণের আবশ্যকতা ১২ ও নিরর্থক দিব্য করণে নিষেধ ১৩ ও পীড়া সময়ে প্রার্থনা করণ ১৯ ও ভূন্তি ভাভার মনঃপরিবরন করণের কথা । 74.1