488 পিতরের প্রথম পত্র । [১ অধ্যায়। হইল । পরে তারবার প্রার্থনা করিলে আকাশহইতে ১৮ জলবর্ষণ হওয়াতে সে দেশে শস্যোৎপত্তি হইল । হে ভ্রাতৃগণ, তোমাদের কোন লোক সত্য ধৰ্ম্ম- ১৯ চু্যত হইলে, কেহ যদি তাহার মনঃপরিবর্তন করায়, তবে যে জন পাপিকে ভ্রান্তিপথহইতে ফি- ২০ রায়, সে তাহার আত্মাকে মৃত্যুহইতে রক্ষা করে, এবং ( তাহার ) বাহুল্য পাপের আচ্ছাদন করে, ইহ সে জ্ঞাত হউক । ইতি । পিতরের প্রথম সৰ্বসাধারণ পত্র। است که همههe و se= ১ অধ্যায় । ১ মঙ্গলাচরণ ৩ ও অনগুহের নিমিত্তে ঈশ্বরের ধন্যবাদ করণ ও পরিত্রাণের বিষয়ে ভরিষ্যদ্বক্তৃগণের চেষ্টা ১৩ ও ঈশ্বরের অমোঘ বাক্যানুসারে আচরণ করিতে পিতরের বিনয় । পলু ও গলাতিয়া ও কপপদকিয়া ও অাশিয়া ১ ও বিথুনিয়া, এই সকল পরদেশেতে ছিন্নভিন্ন যে২ লোকের পিত। ঈশ্বরের পূর্বলক্ষ্যানুসারে পবিত্রতা- ২ জনক আত্মার গুণে যীশু খ্রীষ্টের আজ্ঞাবহ ও র্তাহার রক্তে প্রোক্ষিত হওনার্থে মনোনীত হইয়ছে, তাহদের প্রতি যীশু খ্রীষ্টর প্রেরিত পিতর পত্র লিখিতেছে । তোমাদের প্রতি বাহুল্যৰূপে অনুগ্রহ ও শান্তি হউক । 744
পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭৫৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।