পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৩ মথিলিখিত সুসমাচার। [২১ অধ্যায় । উপরে কর্তৃত্ব করে, ইহা তোমরা জান । কিন্তু তোমাদের ২৬ মধ্যে তক্রপ হইবে না ; তোমাদের মধ্যে যে কেহ প্রধান হইতে চাহে, সে তোমাদের সেবক হউক ; এবং তোম- ২৭ দের মধ্যে যে ব্যক্তি শ্রেষ্ঠ হইতে ইচ্ছ। করে, সে তোমাদের দাস হউক । এই ৰূপে মনুষ্যপুত্র সেবা পাইতে নয়, কিন্তু ২৮ সেবা করিতে, এবং অনেকের পরিত্রাণের মূল্যৰূপ আপন প্রাণ দিতে অগসিয়াছেন । পরে ফিরছে। নগরহইতে তাহদের প্রস্থান করণের স- ২৯ ময়ে তাহার পশ্চাৎ অনেকহ লোক গমন করিল । আর ৩০ পথের পাশ্বে বসিয়া থাকিত যে দুই জন অন্ধ, তাহারা ঐ পথ দিয়া যীশুর গমন সংবাদ শুনিয়া উচ্চৈঃস্বরে কহিল, হে প্রভো, দায়ুদের সন্তান, আমাদের প্রতি দয়। করুন । তাহাতে লোক সকল ছুপ২ বলিয়া তাহাদিগকে ধমক ৩১ ৷ দিল ; কিন্তু তাহার। আরও অধিক চেচাইয়া বলিল, হে প্রভো, দাম্বুদের সন্তান, আমাদের প্রতি দয়া করুন । তখন ৩২ যীশু স্থগিত হইয়। তাহাদিগকে ডাকিয়া কছিলেন, তোমরা কি চাহ ? তোমাদের নিমিত্তে আমি কি করিব ? তাহাতে ৩৩ তাহারা কহিল, হে প্রভো, আমাদের চক্ষুঃ প্রসন্ন হউক । তখন যীশু তাহাদের প্রতি সদয় হইয় তাহদের চক্ষুঃ ৩৪ স্পর্শ করিলেন, তাহাতে তৎক্ষণাৎ তাহারা দেখিতে পাইল ও তাহার পশ্চাৎ গমন করিল ৷ ২১ অধ্যায় । ১ গৰ্দ্দভারূঢ় গ্রীষ্টের ষিকশালমে যাত্রা ১২ ও মন্দির হইতে বণিক লোককে দূর করণ ১৮ ও নিম্ফল ডুমুর বৃক্ষকে শাপ দেওন ২৩ ও প্রধান যাজকদিগকে নিরুত্তর করণ ২৮ ও দুই পুত্রের দুষ্টান্তকথা ৩৩ এবং গৃহস্থ ও কৃষকদের দৃষ্টান্ত । পরে তাহার। ফিকশালম্ নগরের নিকটবৰ্ত্তী হইয়া জৈ- ১ তুন নামক পৰ্ব্বতের পাশ্বস্থ বৈৎফগী গ্রামে উপস্থিত 66