পিতরের দ্বিতীয় সৰ্বসাধারণ পত্র। حه هو سے ১ অধ্যায় । ১ মঙ্গলাচরণ ৩ ও অনুগ্রহের নিমিত্তে কৃতজ্ঞতা ও নানা ধর্মকর্ম করিতে পিতরের বিনয় ১২ ও আপনার মরণের কথা ও গ্রীষ্টের সভ্য ত্ৰাণকৰ্ত্ত হওনের কথা । ১ যাহারা আমাদের ন্যায় অামাদের ঈশ্বরের অর্থাৎ ত্ৰাণকৰ্ত্ত যীশু খ্রীষ্টের পুণ্যে অমূল্য প্রত্যয়ের অধিকারী হইয়াছে, তাহদের প্রতি যীশু খ্রীষ্টের দাস ও প্রেরিত যে শিমোন পিতর, সে পত্র লিখিতেছে। ২ আমাদের ঈশ্বর ও প্রভূ যীশু বিষয়ক জ্ঞানদ্বারা তোমাদের প্রতি বাহুল্যৰূপে অনুগ্রহ ও শান্তি হউক । ৩ যিনি গৌরব ও সাহসার্থে আমাদিগকে আহবান করিয়াছেন, র্তাহাকে জ্ঞাত হওনদ্বারা তাহার ঈশ্বরীয় শক্তি আমাদিগকে পরমায়ুর ও ঈশ্বরসেবার যোগ্য ৪ তাবদ্বিষয় দিয়াছে । বিশেষতঃ কুঅভিলাষদ্বারা যে দুষ্টত এই সংসারে আছে, তাহাহইতে রক্ষা পাইয়। আমরা যেন ঈশ্বরীয় স্বভাবের সহভাগী হই, এই নিমিত্তে অণমাদিগকে অমূল্য গুরুতর প্রতিজ্ঞ ৫ দত্ত হইয়াছে । অতএব তোমরা ইহাতে বহুযত্ন করিয়া প্রত্যয়েতে সাহস, ও সহিসেতে জ্ঞান, ৩ ও জ্ঞানেতে পরিমিত ভোগ, ও পরিমিত ভোগেতে ৭ ধৈর্য্য, ও ধৈৰ্য্যেতে ঈশ্বরসেবা, ও ঈশ্বর সেবাতে 757
পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭৬৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।