পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ꮈ©b~ পিতরের দ্বিতীয় পত্র। [১ অধ্যায়। ভ্রাতৃসুেহ, ও ভ্রাতৃস্নেহেতে প্রেম, এই সকল ক্ৰমেতে যোগ কর । এই সমস্ত তোমাদের অন্তরে হইয়া বৃদ্ধি পাইলে আমাদের প্রভূ যীশু খ্ৰীষ্টজ্ঞানেতে তোমাদিগকে অলস ও বিফল থাকিতে দিবে না । কিন্তু যাহার এই সমস্ত নাই, সে আপন চক্ষু মুদ্রিত করিয়া অন্ধ হইয়া পূৰ্ব্বপাপহইতে পরিস্কৃত হওয়া (আবশ্যক, ) ইহা বিস্মৃত হয় । অতএব হে ভ্রাতৃগণ, তোমরা আপনাদের আহুত ও মনোনীত হওন স্থির করিতে যত্ন কর । তাছা করিলে তোমরা কদাচ স্থলিত হইবা না, বিশেষতঃ আমাদের ত্ৰাণকৰ্ত্তী প্রভূ যীশু খ্রীষ্টের অনন্ত রাজ্যে তোমাদিগকে সম্ভান্তৰূপে প্রবেশ করিতে দেওয়া যাইবে । তোমরা যদ্যপি এই সকল কথা জ্ঞাত হইয়া আপনাদের নিকটে বিদ্যমান সত্য ধৰ্ম্মে সুস্থির আছ, তথাচ তোমাদিগকে তাহ সৰ্ব্বদা স্মরণ করাইতে আমি আলস্য করিব না । আমাদের প্রভূ যীশু খ্ৰীষ্ট আমাকে যেৰূপ জ্ঞাত করিয়াছেন, তদনুসারে শীঘ্ন আমাকে এই ( শরীরৰপ ) তাম্বু ত্যাগ করিতে হইবে, ইহা জানিয়া যদবধি এই তাম্বুতে থাকি, তাবৎ তোমাদিগকে স্মরণ করাইয় প্রবৃত্তি দিতে আমি বিহিত বুঝিতেছি । আর আমার পরলোক প্রাপ্তির পরেও ইহা যেন সৰ্ব্বদ। তোমাদের স্মরণে থাকে, এমন উপায় করিতে যত্ন করিতেছি । আমরা প্রভূ যীশু খ্রীষ্টের পরাক্রম ও আগমনের যে সকল কথা তোমাদিগকে জ্ঞাত করিলাম, তাহ কোন কল্পিত উপন্যাসের মত না কহিয় তাহার মহিমার প্রত্যক্ষ সাক্ষী হুইয়। কহিলাম । ফলতঃ 758 X o > y > R > N○ S 8 > (t Y &) > *