পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

R ২১ অধ্যায় ।] মথিলিখিত সুসমাচার। ❖ማ হইলে পর যীশু দুই শিষ্যকে ইহা কহিয়া পাঠাইলেন, তোমরা ঐ সম্মুখস্থ গ্রামে গিয়া হঠাৎ যে বান্ধা সবৎস গর্দভী পাইবা, তাহাকে খুলিয়া আমার নিকটে আন । ৩ তাহাতে যদি কেহ কিছু বলে, তবে কহিব, ইহাতে প্রভুর 8 প্রয়োজন আছে ; তাহাতে সে তৎক্ষণাৎ প্রেরণ করিবে । এই সমস্ত হওয়াতে “তোমরা সিয়েশনের কন্যাকে বল, ৫ “ দেখ, তোমার রাজা নমুশীল ও গর্দভাৰূঢ় বরং গর্দভীর “ শাবকাৰূঢ় হইয়া তোমার নিকটে আসিবেন,” ভবিষ্যদ ৬ বক্তার এই উক্ত কথা সিদ্ধ হইল । পরে শিষ্যেরা যীশুর 업 আজ্ঞানুসারে গিয়া গৰ্দভীকে ও তাহার বৎসকে আনিয় তাহার পৃষ্ঠে আপনাদের বস্ত্র পাতিয় তাহাতে র্তাহাকে আরোহণ করাইল । তাহাতে অনেক২ লোক আপনদের বস্ত্র পথে পাতিয়া দিল, এবং কতক২ লোক বৃক্ষের শাখাদি কাটিয় পথে বিস্তার করিল। আর অগ্র পশ্চাদ গামি লোক সকল উচ্চৈঃস্বরে কহিতে লাগিল, “জয়২ দায়ুদের সন্তান ; যিনি পরমেশ্বরের নামে আসিতেছেন ১• তিনি ধন্য ; সৰ্ব্বোপরিস্থ স্বগেতেও জয়ধৃনি হউক । এই X > > ネ ৰূপে তিনি যিব্ধশালমে প্রবেশ করিলে পর, ইনি কে ? এই কথাতে সমুদয় নগর অস্থির হইল । তাহাতে লোক সকল কহিল, ইনি গালীল প্রদেশীয় নাসরতীয় ভবিষ্যদ বক্তা যীশু । পরে যীশু ঈশ্বরের মন্দিরে প্রবেশ করিয়া তন্মধ্যহইতে ক্রয় বিক্রয়কারিদিগকে বাহির করিলেন, এবং বণিকদিগের মুদ্রার আসন ও কপোত ব্যবসায়িদিগের আসন ১৩ উলটাইয়া ফেলিলেন । আর তাহাদিগকে কহিলেন, “আ| “ মার গৃহ প্রার্থনাগৃহ নামে খ্যাত হইবে,” এই ৰূপ লিপি আছে, কিন্তু তোমরা তাহা দসু্যর গহবর করিতেছ। 67