পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২ অধ্যায়।] যোহনের প্রথম পত্র । ৭৬৭ বধি শুনিয়া আসিতেছ, সেই ঐ পুরাতন আজ্ঞা । ৮ তথাপি এক নূতন আজ্ঞা লিখি, ইহা তোমাদের ও তাছার বিষয়ে সত্য হয়, যেহেতুক অন্ধকার ঘুচিয়া যাইতেছে, ও এক্ষণে সত্য জ্যোতিঃ প্রকাশিত ৯ হইতেছে । আমি জ্যোতিতে অগছি, এমত কথ। যে কেহ বলে, সে যদি আপন ভ্রাতাকে ঘৃণা ১ ০ করে, তবে অদ্যাপি অন্ধকারে আছে । যে জন আপন ভ্রাতাকে প্রেম করে, সেই জ্যোতিতে থ১১ কে, তাহার কোন বিঘ্ন নাই । কিন্তু যে কেছ আপন ভ্রাতাকে ঘৃণা করে, সে অন্ধকারে আছে ; এবং অন্ধকার তাহার চক্ষু অন্ধ করাতে সে কোথায় যাইতেছে, তাহ জানিতে না পারিয়া অন্ধকারেই ভ্রমণ করে । ১২ হে প্রিয় বালকগণ, তোমরা তাহার নামের গুণেতে পাপক্ষম। প্রাপ্ত হইয়াছ, আমি তোমাদি১৩ গকে ইহা লিখি ! হে পিতৃগণ, যিনি আদিকালাবধি আছেন, তাহাকে চিনিয়াছ, আমি তোমাদিগকে ইহা লিখি ! হে যুবকেরা, তোমরা পাপত্মাকে জয় করিয়াছ, আমি তোমাদের প্রতি ইহ। লিখি ! হে প্রিয় বালকগণ, তোমরা পিতাকে চি১৪ নিয়াছ, আমি তোমাদিগকে ইহা লিখি ! হে পিতৃগণ, তোমরা প্রথমাবধি র্তাহাকে চিনিয়াছ, অ|মি তোমাদিগকে ইহা লিখিলাম ! হে যুবকগণ, তোমরা বলবান, এবং ঈশ্বরের বাক্য তোমাদের অন্তরে অাছে, এবং তোমরা পাপ ক্সিাকে জয় করিয়াছ, আমি তোমাদের প্রতি ইহা লিখিলাম । ১৫ অতএব তোমরা সকলে সংসারে ও সাংসারিক বি767