পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মথিলিখিত সুসমাচার। [২১ অধ্যায়। سينا তদনন্তর অন্ধ খঞ্জ লোকের মন্দিরে তাহার নিকটে ১৪ আইলে তিনি তাহাদিগকে সুস্থ করিলেন । যখন প্রধান ১৫ যাজকের ও অধ্যাপকের র্তাহার কৃত এ ৰূপ আশ্চৰ্য্য ক্রিয় দেখিল, এবং মন্দিরে জয়ই দায়ুদের সন্তান এই ৰূপ বালকদের উচ্চৈধুনি শুনিল, তখন বড় ক্রুদ্ধ হইল ; এবং তাহকে জিজ্ঞাস করিল, ইহারা যাহা বলে, তাহ ১৬ কি তুমি শুনিতেছ? তাহাতে যীশু তাহাদিগকে কহিলেন, হুঁ, “ তুমি বালক ও দুগ্ধপোষ্য শিশুদের মুখের “ দ্বারা আপন স্তব প্রকাশ করিতেছ,” এই কথা কি তোমর কখনো পাঠ কর নাই ? পরে তিনি তাহাদিগকে ১৭ পরিত্যাগ করিয়৷ নগরহইতে বৈথনিয়া গ্রামে গিয়া সেই স্থানে রাত্রি যাপন করিলেন । আর প্রভাত হইলে পর যীশু পুনশ্চ নগরে অসিতেই ১৮ ক্ষুধাৰ্ত্ত হইলেন । তাহাতে পথের পাশ্বে একটা ডুমুরবৃক্ষ ১৯ দেখিয় তাহার নিকটে গিয়া পত্র ব্যতিরেক কিছুমাত্র ন পাইয়। সেই বৃক্ষকে কহিলেন, অদ্যাবধি আর কখনে তোমাতে ফল না ধরুক; তাহাতে তৎক্ষণাৎ ঐ ডুয়ুরবৃক্ষ শুষ্ক হইল । তাহ দেখিয় শিষ্যের আশ্চৰ্য্য জ্ঞান ২০ করিয়া কহিল, অ ! ডুমুরবৃক্ষ এত শীঘ্র শুষ্ক হইল । তাহাতে বীশু তাহাদিগকে কহিলেন, আমি তোমাদিগকে ২১ যথার্থ কহিতেছি, তোমর। যদি সন্দেহ না করিয়া প্রত্যয় কর, তবে তোমরাও কেবল ডুমুরবৃক্ষের প্রতি এই ৰূপ করিতে পারিব। তাহ নয়, বরঞ্চ তুমি সরিয়া সমুদ্রে পড়, এমন কথ। এই পৰ্ব্বতকে বলিলে তৎক্ষণাৎ তাহাই ঘটিবে । এবং বিশ্বাসপূর্বক প্রার্থনা করিয়া যে কিছু ২২ যাজ। করিব, তাছাই পাইব । 68