যোহনের দ্বিতীয় পত্র । ጓፃፃ፡ ছে, কিন্তু সেই পাপের বিষয়ে প্রার্থনা করিতে হয়, ১৭ তাহা অামি বলি না । তাবৎ অধৰ্ম্মই পাপ, কিন্তু ১৮ কতক পাপ মৃত্যুজনক হয় না । যে জন ঈশ্বরহইতে জাত, সে পাপাচরণ না করিয়া আপনাকে রক্ষা করে, এবং পাপাত্মা তাহার হানি করিতে পারে ১৯ না, ইহা আমরা জানি । এবং আমরা ঈশ্বরহইতে জাত, তদ্ভিন্ন তাবৎ জগজ্জন পাপাত্মার অধীন হইয়া ২ • থাকে, ইহাও জানি । আর ঈশ্বরের পুত্র অবতীর্ণ হইয়াছেন, এবং ঈশ্বর সত্যময়ের তত্ত্ব জানাইতে অামাদিগকে জ্ঞান দিয়াছেন, তাহাও জানি ; এবং আমরা সেই সত্যময়ের অর্থাৎ তাহার পুত্র যীশু খ্রীষ্টের আশ্রয়েতে আাছি ; তিনিই সত্যময় ঈশ্বর ও ২১ অনন্ত পরমায়ু হন । হে প্রিয় বালকগণ, তোমরা দেবপ্রতিমাহইতে আপনাদিগকে রক্ষা কর । ইতি । যোহনের দ্বিতীয় পত্র । •w•eg-•ew•• ১ মঙ্গলাচরণ ৪ ও প্রেম ও ধর্মাচরণে নিত্য প্রবৃত্ত হওন ও মিথ্যা শিক্ষকহইতে সাবধান হওনের বিষয় ১২ ও সমাপ্তি। ১ হে মনোনীত কত্রি, প্রাচীন লোক যে অণমি, আমি তোমাকে ও তোমার পুত্রগণকে পত্র লিখি তেছি ; সত্য ধৰ্ম্ম প্রযুক্ত তোমাদিগেতে প্রেম করি ; আমি কেবল নয়, যে২ লোক সত্যধৰ্ম্ম জানে, সক ২ লেই প্রেম করে । এবং সেই প্রেমের মূল যে সত্য ধৰ্ম্ম, তাহ আমাদের অন্তরে অাছে ও সৰ্ব্বদাই 777
পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭৮৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।