যোহনের তৃতীয় পত্র । ዓዓ> ১২ তোমাদিগকে অনেক কথা জ্ঞাত করিতে হয় ; কিন্তু কাগজ ও কালীদ্বারা তাহা করিতে চাহি না ; আমাদের আনন্দ সম্পূর্ণ করণার্থে তোমাদের নিকটে গিয় অভিমুখ হইয়া কথাবাৰ্ত্ত কহিব, এমত আমার ১৩ প্রত্যাশা আছে । তোমার মনোনীত ভগিনীর বাল কেরা তোমাকে নমস্কার জানাইতেছে । ইতি । যোহনের তৃতীয় পত্র। -29o-- ১ ধর্মাচরণ ও অতিথির নিমিত্তে যোহনদ্বারা গায়ের প্রশংসা ৯ ও দিয়fত্রফির প্রতি অনুযোগ ও দীর্মীত্রিয়ের প্রশংসা ১৩ ও সমাপ্তি । ১ প্রাচীন লোক আমি যে প্রিয়তম গায়কে সত্য ধৰ্ম্ম২ প্রযুক্ত প্রেম করি, তাহার প্রতি পত্র লিখিতেছি । হে প্রিয়, তোমার মঙ্গল হউক ; যেমন আত্মাতে, তেমন শরীরেতেও স্বাস্থ্য হউক, এই আমার একান্ত প্রার্থনা ৷ ৩ আগত ভ্রাতৃগণের প্রমুখাৎ তোমার সত্য ধৰ্ম্ম গ্রহণের ও সত্যধৰ্ম্ম চরণের প্রমাণ পাইয়া আমি বড় আনন্দিত ৪ হইলাম । আমার বালকগণ সত্যধৰ্ম্মে আচরণ করিতেছে, এই সংবাদ শ্রবণ অপেক্ষ আমার আনন্দের ৫ আর বড় বিষয় নাই । হে প্রিয়, তুমি ভ্রাতৃগণের বিশেষতঃ বিদেশি লোকদিগের প্রতি যে ২ কৰ্ম্ম করিয়া ৬ থাক, সকলি শ্রদ্ধাপূর্বক করিয়া থাক । তাহারা মণ্ড" লীর সাক্ষাতে তোমার প্রেমের বিষয়ে প্রমাণ দিল ; তুমি যদি বিদায়কালে ঈশ্বরের যোগ্যৰূপে তাহাদের 779
পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭৮৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।