X বিহুদ্বার সর্বসাধারণ পত্র। مصاصههههجع ونع ياهوومواصد. ১ মঙ্গলাচরণ ৩ ও ধর্মে স্থির হওনের বিষয় ও দুষ্ট শিক্ষকদের পাপ ও দণ্ড ২০ ও যিহুদার বিনয় কথা ২৪ ও মঙ্গল প্রার্থন । যাহার পিতা ঈশ্বর কর্তৃক পবিত্রীকৃত ও যীশু খ্ৰীষ্টকর্তৃক আহুত ও রক্ষিত হয়, তাহাদের প্রতি যিহুদ নামে যাকূবের ভ্রাতা যীশু খ্রীষ্টের দাস পত্র লিখিতেছে । তোমাদের প্রতি দয়া ও শান্তি ও প্রেম বাহুল্যৰূপে হউক । হে প্রিয়বর্গ, তোমাদিগকে সাধারণ পরিত্রাণের কথা লিখিতে আমার বহু যত্ন থাকাতে, বিশেষতঃ প্রথমাবধি পবিত্র লোকদিগকে সমৰ্পিত যে ধৰ্ম্ম, তাহার নিমিত্তে তোমরা প্রাণপণ করিয়া উদ্যোগী হও, বিনয় পূর্বক এমত কথা লেখা আবশ্যক বুঝিলাম । যেহেতুক পূৰ্ব্বলিখিত দ গুপাত্র কএক জন গুপ্তৰূপে তোমাদের মধ্যে প্রবিষ্ট আছে ; সেই অধাৰ্ম্মিকের। আমাদের ঈশ্বরের অনুগ্রহের উপরে নির্ভর করিয়া লম্পটতাদি করে, এবং অদ্বিতীয় প্রভু ঈশ্বরকে, অর্থাৎ আমাদের প্রভূ যীশু খ্ৰীষ্টকে অস্বীকার করে। অতএব তোমরা যাহা জ্ঞাত আছ, তাহা তোমাদিগকে একেবারে স্মরণ করাইতে চাহি ; ফলতঃ পর মেশ্বর মিসরদেশ হইতে নিজ লোকদিগকে একবার 781
পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭৯১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।