পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৮০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ર ჯ) artar 1) প্রকাশিত ভবিষ্যদ্বাক । ᏄᏜᎼ ہی یا মৃত, ইহাও জানি । জাগ্রত হইয় অবশিষ্ট প্রায় লুপ্ত কৰ্ম্ম সকল সবল কর ; কেননা ঈশ্বরের নিকটে তোমার কৰ্ম্ম নির্দোষ পাই নাই । অতএব তুমি কি ৰূপে শ্রবণ করিয়া আদিষ্ট হইয়াছ, তাহ মনে কর, এবং তাহ পালন করিয়া মন ফিরাও । যদি সাবধান না হও, তবে আমি চোরের ন্যায় তোমার নিকটে উপস্থিত হইব, ও কোন দণ্ডে তোমার নিকটে উপস্থিত হইব, তাহ জানিতেও পারিব না । যাহারা পরিধেয় বস্ত্র মলিন করে নাই, সার্দি নগরস্থ তোমারও এমন কতক লোক অাছে ; তাহারা যোগ্যপাত্র হওয়াতে শুক্লবস্ত্ৰান্বিত হইয়া অণমার সহিত গমনাগমন করিবে । যে জন জয় করে, সে শুক্লবস্ত্রান্বিত হইবে ; এবং আমি জীবনৰূপ পুস্তকহইতে তাহার নাম লুপ্ত না করিয়া আমার পিতার ও র্তাহার দিব্য দূতগণের সাক্ষাতে তাহার নাম স্বীকার করিব । মণ্ডলীগণের প্রতি আত্মা যে কথা কহেন যাহার কর্ণ আছে সে তাহ শুনুক । * আর ফিলাদিলফিয়া নগরস্থ মণ্ডলীর দূতের নিকটে এই প্রকার লিপি প্রেরণ কর ; দায়ুদের চাবি আপন হস্তে থাকাতে যিনি খুলিলে অন্যে রুদ্ধ করিতে পারে না, ও রুদ্ধ করিলে অন্যে খুলিতে পারে না, এমন পবিত্র ও সত্যময় প্রভু তোমাকে এই কথা কছেন ; তোমার ক্রিয়া আমি জানি, তুমি নিজে দুৰ্ব্বল হইলেও আমার তাজ্ঞা পালন করিয়া আমার নাম অস্বীকার কর নাই, এই জন্যে দেখ, যে দ্বার রুদ্ধ করিতে কাহারও সাধ্য নাই, তোমার নিমিত্তে এমন ৯ এক দ্বার খুলিয়। দিলাম। এবং যাহারা বিহুদী ন৷ 791.