পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৮০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* >8 প্রকাশিত ভবিষ্যদ্বাক । [৪ অধ্যায় । থা প্রকাশ করিল, “এই স্থানে আইস, আমি তোমার প্রতি ভাবিঘটন প্রকাশ করিব ।’ তাহাতে তৎক্ষণাৎ অামি আত্মাতে আবিষ্ট হইলাম, এবং স্বর্গমধ্যে স্থাপিত এক সিংহাসন, ও তদুপৰিষ্ট সূৰ্য্যকান্তমণি ও প্রবালমণির ন্যায় এক ব্যক্তিকে দেখিলাম ; ঐ সিংহাসনের চতুষ্পাশ্বে চুনীর ন্যায় এক মেঘধনু আছে; এবং সিংহাসনের চতুষ্প শ্বে চতুৰ্ব্বিংশতি সিংহাসনে উপবিষ্ট শুক্ল বস্ত্র পরিহিত সুবর্ণ মুকুটধারি চতুর্বিংশতি প্রাচীন লোক অাছে । এবং ঐ সিংহসনহইতে বিদ্যুৎ ও মেঘগৰ্জ্জন ও শব্দ নির্গত হয় ; এবং সিংহাসনের সম্মুখে প্রজ্বলিত অগ্নিময় সপ্ত প্রদীপ, অর্থাৎ ঈশ্বরের সপ্ত আত্মা আছে । এবং সিংহাসনের অগ্রে স্ফটিকবৎ নিৰ্ম্মল এক সমুদ্ৰৰূপ পাত্র আছে, এবং সিংহাসনের মধ্যে ও চতুর্দিগে অগ্রপশ্চাৎ সৰ্ব্বাঙ্গে চক্ষুবিশিষ্ট চারি প্রাণী অাছে । প্রথম প্রাণী সিংহসদৃশ, ও দ্বিতীয় প্রাণী গোবৎসসদৃশ, ও তৃতীয় প্রাণী মনুষ্যের ন্যায় মুখধারী, এবং চতুর্থ প্রাণী উড়ডীয়মান উৎক্রোশ পক্ষিসদৃশ । প্রত্যেক প্রাণির ছয় ২ পক্ষ, এবং তাহার। অন্তবাহিরে চক্ষুতে পরিপূর্ণ এবং দিবারাত্রির মধ্যে নিবৃত্ত না হইয়। বর্তমান ভূত ভবিষ্যৎ ও সৰ্ব্বশক্তিমান প্ৰভু পরমেশ্বর পবিত্র, পবিত্র, পবিত্র, এই কথা কহে । আর প্রাণিগণ যত বার ঐ সিংহাসনোপবিষ্ট অনন্তকালজীবি ব্যক্তির এইৰূপ গৌরব ও সন্তুম ও ধন্যবাদ করে, তত বার ঐ চব্বিশ প্রাচীন লোক সিংহাসনোপবিষ্ট ব্যক্তির সম্মুখে উবুড় হইয়া অ নন্তকালজীবি ব্যক্তির ভজনা করিয়া মস্তকের মুকুট 794 R N)