পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৮০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ অধ্যায় l প্রকাশিত ভবিষ্যদ্বাক । * Not সিংহাসনের সম্মুখে অর্পণ পূর্বক এই কথা কহে, ১১ “হে প্রভো, তুমিই মহিমা ও গৌরব ও পরাক্রম গ্র. হণের যোগ্য, কেননা যে কিছু বস্তু আছে, সমস্তই তুমি সৃষ্টি করিয়াছ, এবং তোমার ইচ্ছাতেই সমস্তের সৃষ্টি হইল ও স্থিতি হইতেছে ।” ৫ অধ্যায় । ১ সপ্ত মুদুতে মুদ্রাঙ্কিত পুস্তকের দর্শন ও খ্ৰীষ্টদ্বারা তাহার খুলন ও দিব্য দূত ও প্রাচীন লোক ও চারি প্রাণিদ্বারা তাহার প্রশ৭স । ১ অনন্তর ঐ সিংহাসনোপবিষ্ট ব্যক্তির দক্ষিণ হস্তে ভিতরে ও বাহিরে লিখিত এবং সপ্ত মুদ্রাতে অঙ্কিত ২ এক পত্রিকা দেখিলাম । পরে ঐ পত্রিকা ও তাছার মুদ্রা খুলিতে কে যোগ্য আছে ? এই কথা মহাশব্দেতে ঘোষণা করিতে এক প্রবল দূতকে আমি ৩ দেখিলাম। কিন্তু স্বৰ্গ মৰ্ত্য পাতাল ত্রিলোকের মধ্যে ঐ পত্রিকা খুলিতে ও তাহ দেখিতে কাহারে ক্ষম৪ ত হইল না । পত্রিকা খুলিতে ও তাহার প্রতি দৃষ্টি করিতে কাহারো যোগ্যতা না হওয়াতে আমি অনেক ৫ রোদন করিলাম । তাছাতে সেই প্রাচীনগণের মধ্যে এক জন আমাকে কহিল, ‘রোদন করিও না, দেখ, যিনি যিহুদী বংশীয় সিংহস্বৰূপ ও দায়ুদের মূলস্বৰূপ, তিনি জয়ী হইয়া পত্রিকা ও তাহার সপ্ত মুদ্র খুলি৬ তে ক্ষমতাপন্ন হইয়াছেন । পরে আমি দেখিতে ২ ঐ সিংহাসনের ও চারি প্রাণির ও প্রাচীনগণের মধ্যে দণ্ডায়মান এক মেষশাবককে দেখিলাম ; তিনি হত বলির সদৃশ ও সপ্ত শৃঙ্গবিশিষ্ট, এবং তাবৎ পৃথিবীতে প্রেরিত ঈশ্বরের সপ্ত আত্মাৰূপ সপ্ত চক্ষুবি 795