পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৮০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ᏄᎼᏔᎲ প্রকাশিত ভবিষ্যদ্বাক । [৫ অধ্যায় । শিষ্ট । পরে তিনি অগসিয়া সিংহাসনোপবিষ্ট ব্যক্তির দক্ষিণ হস্ত হইতে ঐ পত্রিকা লইলেন । তখন পত্রিকা লওয়াতে ঐ চারি প্রাণী ও চতুবিংশতি প্রাচীন লোক প্রত্যেকে বীণা ও পবিত্র লোকদের প্রার্থনাৰূপ সুগন্ধিধূপে পরিপূর্ণ স্বর্ণময় পাত্ৰ লইয়া মেষশাবকের সাক্ষাতে উবুড় হইয়া পড়িল । আর তাহার এই এক নূতন গীত গান করিল, ‘তুমি ঐ পত্রিকা লইতে ও তাহার যুদ্র খুলিতে যোগ্য, কেনন তুমি আপনি বলিস্বৰূপ হইয়। আপনার রক্তদ্বারা তাবৎ বংশ ও ভাষাবাদি লোক ও রাজ্য ও দেশহইতে ঈশ্বরোদেশে আমাদিগকে মুক্ত করিয়াছ ; এবং আমাদের ঈশ্বরের পক্ষে অণমাদিগকে রাজা ও যাজক করিয়াছ ; তাহাতে আমরা পৃথিবীর উপরে রাজত্ব করিব ।’ তদনন্তর আমি দেখিতে২ ঐ সিংহাসন ও প্রাণিবর্গ ও প্রাচীনগণের চতুর্দিগে অনেক দিব্য দূতের রব শুনিলাম ; তাহাদের সংখ্যা সহস্র গুণ সহস ও অযুত গুণ অযুত ছিল । তাহরা উচ্চৈঃস্বরে কহিল, ‘বলিৰূপে হত যে মেষশাবক, তিনিই পরাক্রম ও ধন ও জ্ঞান ও শক্তি ও সন্তুম ও গৌরব ও ধন্যবাদ, এ সকল গ্রহণ করিতে যোগ্য হন।’ এবং স্বর্গ ও মর্ত্য ও পাতাল ও সমুদ্রের মধ্যস্থিত তাবৎ প্রাণির এই কথা শুনিলাম, ‘সিংহাসনোপবিষ্ট ব্যক্তির ও মেষশাবকের ধন্যবাদ ও সন্তুম ও গৌরব ও কর্তৃত্ব সৰ্ব্বদাই থাকুক। আর ঐ চারি প্রাণী কহিল, ‘এমত হউক ; এবং চব্বিশ প্রাচীন লোক উবুড় হইয় অনন্তকালজীবি ব্যক্তিকে প্রণাম করিল ৷ 796 영 b" సి > o. X > > R > Nう > 8