পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৮০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> 영 ৭ অধ্যায়।] প্রকাশিত ভবিষ্যদ্বাক । * >為 গণ, অামাদের উপরে পড়িয়া সিংহাসনস্থ ব্যক্তির সাক্ষাৎ হইতে ও মেষশাবকের ক্রোধহইতে আমাদিগ কে সংগোপন কর ; কেননা তাহার ক্রোধের মহা দিন উপস্থিত হইল ; কে তাহাতে দাড়াইতে পারে ? ৭ অধ্যায় । ১ ঈশ্বরের লোকদিগকে মুদ্রাঙ্কিত করণ ও যিহুদীয়দের সংখ্যা ৯ ও অন্য দেশীয়দের অসংখ্যস্তত্ব ১৩ ও গ্রীষ্টের রক্তদ্বারা তাহ দের ত্রাণ ও সুখ । অনন্তর সমুদ্র ও পৃথিবী এবং তন্মধ্যস্থ বৃক্ষাদির উপরে যেন বায়ু বহন না হয়, এই নিমিত্তে পৃথিবীর চারি বায়ু রুদ্ধ করিতেছে, পৃথিবীর চতুর্দিগে দণ্ডায়মান এমত চারি দিব্য দূতকে দেখিলাম । এবং অমর ঈশ্বরের মুদ্র প্রাপ্ত আর এক দৃতকে পূৰ্ব্বদিগহইতে আসিতে দেখিলাম ; সে পৃথিবী ও সমুদ্রের হিংসা করণাঙ্গাপ্রাপ্ত ঐ চারি দুতকে উচ্চৈঃস্বরে এই কথা কহিল, “আমর। আপনাদের ঈশ্বরের দাসগণের কপালে যাবৎ মুদ্রার চিকু না দি, তাবৎ তোমরা সমুদ্র ও পৃথিবী ও তন্মধ্যস্থ বৃক্ষের হিংস করিও না । পরে ঐ মুদ্রাঙ্কিত লোকদের সংখ্যা শুনিলাম ; যিহুদার বংশে দ্বাদশ সহসু, ও ৰূবেনের বংশে দ্বাদশ সহস ও গাদের বংশে দ্বাদশ সহস ও আশেরের বংশে দ্বাদশ সহসু, ও নপ্তালির বংশে দ্বা দশ সহসু, ও মিনশির বংশে দ্বাদশ সহস্র ; ও শিমি য়োনের বংশে দ্বাদশ সহসু, ও লেবির বংশে দ্বাদশ সহসু, ও ইষাখরের বংশে দ্বাদশ সহসু ; ও সিবু নর বংশে দ্বাদশ সহস্র ও যুফের বংশে छानिबै সহস, এবং বিনয়ামীনের বংশে দ্বাদশ সহস্ৰ । এই 799