পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৮১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

X ১০ অধ্যায়।] প্রকাশিত ভবিষ্যদ্বাক । bot ১০ অধ্যায়। ১ পুস্তকহন্ত ও শক্তিমান দিব্য দূতের দর্শন ও ঈশ্বরের নামে তাহার দিব্য করণ ও ভোজনার্থে যোহনকে পুস্তক দেওন । অপর আমি অন্য এক মহাবলবান দিব্য দূতকে স্বৰ্গহইতে নামিতে দেখিলাম । তাহার মেঘবৎ বস্ত্র পরিধান, ও মস্তকের উপরে মেঘধনুক, ও সূর্যের ন্যায় মুখ, ও অগ্নিস্তম্ভের ন্যায় চরণ, এবং হস্তেতে এক ক্ষুদ্র অনাবৃত পুস্তক আছে । তিনি দক্ষিণ চরণ সমুদ্রের উপরে ও বাম চরণ পৃথিবীর উপরে রাখিয় দণ্ডায়মান হইয়। সিংহগর্জনের সদৃশ হুংকার শব্দ করিলেন, ও শব্দ করিলে পর মেঘগৰ্জ্জনের ন্যায় সপ্ত রব হইল । এই সপ্ত গৰ্জ্জনরব হইলে আমি তাহার বিবরণ লিখিতে উদ্যত হইলাম ; কিন্তু আমার প্রতি উক্ত এই এক আকাশবাণী শুনিলাম, ‘মেঘগৰ্জ্জনের শব্দদ্বারা যে বিবরণ প্রকাশিত হইল, তাহ গোপনে রাখ, লিখিও না ।” পরে সমুদ্রের উপরে এক চরণ ও পৃথিবীর উপরে এক চরণ দিয়া দণ্ডায়মান যে দূতকে আমি দেখিলাম, তিনি আকাশের প্রতি হস্ত উঠাইয়। অকাশ মণ্ডলের ও তন্মধ্যস্থ বস্তুর এবং পৃথিবীর ও তন্মধ্যস্থ বস্তুর এবং সমুদের ও তন্মধ্যস্থ বস্তুর যে অনন্তকালস্থায়ি অমর সৃষ্টিকৰ্ত্তা, তাহার নাম উচ্চরণ করিয়৷ এই দিব্য করিলেন, ‘আর বিলম্ব হইবে না ; কিন্তু ঈশ্বরকতৃক আপন দাস ভবিষ্যদ বস্তৃগণের প্রতি যেমন প্রকাশিত হইয়াছিল, তদ্রুপ সপ্তম দূতের কথা হওন সময়ে, অর্থাৎ যে সময়ে সে ভূরীধুনি করিতে উদ্যত হইবে, সেই সময়ে ঈ 805