পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৮১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

1) প্রকাশিত বিষ্যদ্বাক । b~తి ৩ দলিত করিবে । পরে আমি আপন দুই সাক্ষিকে ক্ষমতা দিব, তাহাতে তাহারা চটপরিহিত হইয়া এক সহস্র দুই শত ষষ্টি দিন পর্যন্ত ভবিষ্যদ্বাক্য কহিবে । ৪ তাহারা জগদীশ্বরের সন্মুখস্থ দণ্ডায়মান দুই জিত৫ বৃক্ষস্বৰূপ ও দুই প্রদীপস্বৰূপ । যদি কেহ তাহাদিগকে হিংসা করিতে চেষ্টা করে, তবে তাহদের মুখহইতে অগ্নি নির্গত হইয়। সেই শতুগণকে ভস্মসাৎ করিবে ; যদি কেহ তাহণদের হিংসা করিতে চেষ্ট। করে, তবে সেই রূপে তাহাকে বিনষ্ট হইতে হই৩ বে । আর তাহদের ভবিষ্যদ্বাক্য কথনের তাবৎ দিনে যেন বৃষ্টি না হয়, এই জন্যে আকাশ রুদ্ধ করিতে তাহদের ক্ষমতা থাকিবে ; এবং জলকে রক্ত করিতে ও ইচ্ছামত বার ২ পৃথিবীস্থ লোককে তাবৎ উৎপাতগ্রস্ত করিতে তাহদের ক্ষমতা থাকি৭ বে । কিন্তু তাহদের সাক্ষ্য সমাপ্ত হইলে অতলস্পর্শ কুণ্ডহইতে যে পশু উঠিবে, সে তাহদের সহিত সংগ্রাম করণ পূৰ্ব্বক জয় করিয়া তাহাদিগকে ৮ বধ করিবে । তাহাতে যে নগরে প্রভু ক্রুশে হত হইয়াছিলেন, পারমার্থিক ৰূপে সিদোম্ ও মিসর নামে বিখ্যাত সেই মহানগরের রাজপথে তাহদের ৯ শব পড়িয়া থাকিবে । নানা রাজ্যীয় ও বংশীয় ও ভাষাবাদি ও দেশীয় লোকের সাড়ে তিন দিন পৰ্যন্ত সেই শবকে কৌতুকাস্পদ করিবে, তাহাদিগ১ • কে কবর দিতে অনুমতি দিবে না । আর এই দুই ভবিষ্যদ্বক্তা পৃথিবীস্থ তাবৎ লোককে যন্ত্রণ দিয়াছিল, এই জন্যে পৃথিবীস্থ লোক সকল তাহাদের মৃত্যুতে আনন্দিত হইয়া পরস্পর আনন্দ উপ 807