পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৮১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রকাশিত ভবিষ্যদ্বাক । [১১ অধ্যায় । م0b حb টেকন প্রদান করিবে । সাড়ে তিন দিনের পর ১১ তাহাদের শরীরে ঈশ্বরহইতে জীবাত্মা প্রবিষ্ট হইলে তাহার। চরণে দণ্ডায়মান হইবে ; এবং যাহার। ইহ দেখিবে, তাহারা অতিশয় ত্ৰাসযুক্ত হইবে । পরে তাহণদের প্রতি এই আকাশবাণী শুনিলাম, “তোমরা উপরে আইস ; তখন তাহার মেঘান্ধঢ় হইয়া স্বগে গমন করিল, এবং তাহদের শর্তুগণ তাহা দৰ্শন করিল । আর তৎকালে এমত ভূমি কম্প হইল, যে তাহাদ্বারা নগরের দশমাংশ পতিত হওয়াতে সপ্ত সহস্র মনুষ্য হত হইল ; কিন্তু অবশিষ্ট লোকেরা ভীত হইয়। স্বৰ্গস্থ ঈশ্বরের ধন্যবাদ করিল । এই দ্বিতীয় সন্তাপ গত হইল ; দেখ, তৃতীয় সন্তাপ শীঘ্ৰ আসিতেছে । পরে সপ্তম দৃত তুরীধুনি করিলে, “জগতের সমুদয় রাজ্য আমাদের প্রভুর ও র্তাহার অভিষিক্ত ব্যক্তির হইল, এবং তিনি সৰ্ব্বদা রাজত্ব করিবেন, এই মহারবেতে স্বৰ্গ ব্যাপ্ত হইল । পরে ঈশ্বরের চতুর্দিকস্থিত সিংহাসনোপবিষ্ট চতুৰ্ব্বিংশতি প্রাচীন লোক উবুড় হইয়া ঈশ্বরকে প্রণাম করিয়া কহিতে লাগিল, “হে সৰ্ব্বশক্তিমন প্রভো পরমেশ্বর, তুমি বর্তমান ভূত ভবিষ্যৎ ত্রিকালস্বৰূপ ; তোমার ধন্যবাদ করি, কেননা তুমি নিজ মহাপরাক্রম প্রকাশ করিয়া রাজত্ব লইলা । দেশীয় লোকেরা তোমার প্রতি ক্রুদ্ধ ছিল, কিন্তু তোমার ক্রোধ প্রকাশ ও মৃত লোকদের বিচার করণের সময়, অর্থাৎ তোমার দাস ভবিষ্যদ্বক্তৃগণ ও পবিত্র লোক ও তোমার নামে ভয়কারি ক্ষুদ্র ও মহান লোকদিগকে পুর 80S > R > N○ X 8 X (t > ○ > 영 > ケ*