পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৮২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

s অধ্যায় ।] প্রকাশিত ভবিষ্যদ্বাক । *>> ১৫ হইল । পরে সে নাগ ঐ স্ত্রীকে ভাসাইবার নিমিত্তে আপন মুখহইতে নদীর ন্যায় সোতোজল উদগীরণ করিয়া তাহার পশ্চাৎ নিক্ষেপ করিল ৷ ১৬ কিন্তু পৃথিবী আপনি বিদীর্ণ হইয়া নাগের মুখহইতে নিগত নদীকে পান করিয়া স্ত্রীর উপকার ১৭ করিল । এমত হইলে নাগ স্ত্রীর প্রতি আরও ক্রুদ্ধ হইয়া তাঙ্গর বংশের অবশিষ্ট লোকদের, অর্থাৎ ঈশ্বরের আজ্ঞাপালনকারি ও যীশু খ্রীষ্টের সাক্ষিগণের সহিত সংগ্রাম করিতে গেল । ১৩ অধ্যায় । ১ সপ্ত মস্তক ও দশ শৃঙ্গ ও দশ মুকুট বিশিষ্ট এক পশুর সমুদুহইতে উঠন ও তাহাকে নাগের পরাক্রম দেওন ১১ ও পৃথিবীহইতে দ্বিতীয় পশুর উঠন ও পূৰ্ব্বপশুর প্রতিমার নির্মাণ করণ ও সকল লোককে তাহার পূজা করাওন। ১ তদনন্তর আমি সমুদ্রস্থ বালুকার উপরে দণ্ডায়মান হইয়। সমুদ্রের জলহইতে এক পশুকে উঠিতে দেখিলাম; তাহার সপ্ত মস্তক, ও দশ শৃঙ্গ, ও দশ শৃঙ্গে দশ মুকুট, এবং মস্তকে ঈশ্বর নিন্দাৰূপ নাম লেখা ২ অাছে । তার যে পশুকে অামি দেখিলাম, সে চিতাব্যায়ের ন্যায়, কিন্তু ভলুক সদৃশ তাহার চরণ ও সিংহমুখের ন্যায় তাহার মুখ ; পরে সেই নাগ আপনার পরাক্রম ও সিংহাসন ও রাজকর্তৃত্ব সমস্তই ৩ তাহাকে সমর্পণ করিল । ঐ পশুর সপ্ত মস্তকের মধ্যে এক মস্তক আঘাতের দ্বার। হতপ্রায় দেখিলাম ; কিন্তু তাহার সে সাংঘাতিক ক্ষত ভাল হইল ; পরে জগতের সমুদায় লোক সে পশুর বিষয়ে চমৎকার ৪ জ্ঞান করিল । এবং নাগ তাহাকে অাপন রাজ 811