পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৮২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> R ১৬ অধ্যায় ।] প্রকাশিত ভবিষ্যদ্বাক । bo পরে ষষ্ঠ দূত ফরাৎ নামে মহানদীতে আপন পাত্র ঢালিল , তাহাতে পূৰ্ব্বদিগন্থ নৃপতিবর্গের পথ প্রস্তুত করণার্থে ঐ নদীর জল শুষ্ক হইয়া গেল । ১৩ পরে সেই নাগের ও পশুর ও ভাক্ত ভবিষ্যদ্বক্তার মুখহইতে ভেকের ন্যায় এক ২ আত্মা, এমত তিন ১৪ অশুচি আত্মাকে নির্গত হইতে দেখিলাম । ঐ ভূত গণ সৰ্ব্বশক্তিমান ঈশ্বরের মহাদিনে যুদ্ধের কারণ পৃথিবীস্থ সমুদয় ভূপতিদিগকে একত্র করিবার নিমিত্তে তাহীদের নিকটে গমনাগমন করিয়া আশ্চৰ্য্য ১৫ ক্রিয়া দেখাইল । এবং ইত্ৰী ভাষাতে ছৰ্ম্মগিদে। > R > ケ (মগিদে। পৰ্ব্বত ) নামক স্থানে তাহাদিগকে সংগ্ৰহ ১৬ করিয়া একত্র করিল। “দেখ, আমি চোরের ন্যায় আসিতেছি ; যে জন জাগ্রৎ হইয়। আপন বস্ত্র রক্ষা করে সে ধন্য ; সে উলঙ্গ হইয়৷ বেড়াইবে না, এবং লজ্জাম্পদও হইবে না ।” পরে সপ্তম দূত আকাশের মধ্যে আপন পাত্র ঢালিলে, সমাপ্ত হইল, এই এক মহারব স্বৰ্গীয় মন্দির ও সিংহাসনহইতে নির্গত হইল। এবং শব্দ ও মেঘগর্জন ও বিদ্যুৎ হইল, এবং পৃথিবীতে মনুষ্যদের উৎপত্তি অবধি যাদৃশ কখনো হয় নাই, এতাদৃশ বড় > న R •

  • >

ঘোরতর ভূমিকম্প হইল। তাহাতে প্রধান নগর তিন ভাগে বিভক্ত হইল, এবং নানা দেশের নগর ভূমিসাৎ হইল, বিশেষতঃ বাবিল নামে মহানগরীকে অপেন প্রচণ্ড ক্ৰোধৰূপ মদিরাপাত্র দিতে ঈশ্বরের স্মরণে পড়িল । এবং প্রত্যেক উপদ্বীপ পলায়ন করিল, ও পৰ্ব্বতগণ অন্তহিত হইল । এবং আকাশহইতে এক২ মোন পরিমিত শিলার বৃষ্টি হইল ; এই শিলাবৃষ্টি 819 -