পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২২ অধ্যায় ।] মথিলিখিত সুসমাচার। אף( ১৭ করেন না, তাহ আমরা জানি । অতএব কৈসর রাজাকে কর দেওয়া অামাদের কর্তব্য কি না ? এ বিষয়ে আপন করে ১৮ কেমন বোধ হয় ? তাহ আমাদিগকে বলন । তাহাতে যীশু তাহদের খলতা বুঝিয়া কহিলেন, আরে কপটিরা, ১৯ আমার পরীক্ষা কেন করিতেছ? সেই করদানের যুদ্র ২০ অামাকে দেখাও । তখন তাহার। র্তাহার নিকটে এক সিকি আনিলে পর তিনি তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, ইহাতে কাহার এই মূৰ্ত্তি ও এই নাম আছে ? তাহার। ২১ বলিল, কৈসরের । তাহাতে তিনি কহিলেন, কৈসরের যাহ। তাহ কৈসরকে দেও, আর ঈশ্বরের যাহা তাহ ২২ ঈশ্বরকে দেও । এই কথা শুনিয়। তাহারা আশ্চৰ্য্য জ্ঞান করিয়া তাহাকে ছাড়িয়া চলিয়া গেল । ২৩ সেই দিবসে সিদুকিরা, অর্থাৎ কবরহইতে উত্থান হয় না, এই কথা যাহারা বলে, তাহারা যীশুর নিকটে আসিয়৷ ২৪ জিজ্ঞাসা করিল, হে গুরো, কোন জন যদি নিঃসন্তান হইয়া মরে, তবে তাহার ভ্রাতা তাহার স্ত্রীর প্রতি দেবরের কৰ্ত্তব্য কৰ্ম্ম করিয়। ভ্রাতার বংশ উৎপন্ন করিবে, ইহা ২৫ মূসা আজ্ঞা করিয়াছেন । কিন্তু আমাদের এখানে কোন জনেরা সপ্ত সহোদর ছিল, তাহদের মধ্যে জ্যেষ্ঠ ব্যক্তি এক কন্যাকে বিবাহ করিল, এবং প্রাণত্যাগ সময়ে আপনি ২৬ নিঃসন্তান প্রযুক্ত ঐ স্ত্রীকে আপন ভ্রাতাকে সমর্পণ করিল । এবং দ্বিতীয়, ও তৃতীয়, সপ্তম জন পৰ্যন্ত তদ্রুপ ২৭ করিল । সকলের শেষে সে স্ত্রী ও মরিল ৷ মৃতদের উত্থান ২৮ সময়ে ঐ সপ্ত জনের মধ্যে সে কাহার স্ত্রী হইবে ? ২৯ যেহেতুক সকলেই তাহাকে বিবাহ করিয়াছিল। তাহাতে যীশু উত্তর করিলেন, তোমরা ধৰ্ম্মপুস্তক এবং ঈশ্বরের ৩• শক্তি না বুঝিয়া ভ্রান্ত হইতেছ। উত্থানের পর লোকের 73